পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৫১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবttশন্ত । ده» নিয়তই একভাৰ হইতে অন্যভাবকে প্রাপ্ত হইতেছে, অর্থাৎ সকলই অচিরস্থায়ী ইতিভাবঃ।। ১০ ৷৷ বহুবাতায়ন গত দীপশিখার ন্যায় জগৎ অত্তি চঞ্চল, তদৰ্থে রঘুরাজ স্ত্রীরামচন্দ্র ঋষিরণজবিশ্বামিনকে কহিতেছেন। যথা—( বাতন্তদীপকেতি) । বাতান্তীপকশিখালোলং জগতিজীবিতং তড়িৎক্ষ রণসঙ্কাশ পদার্থক্রঙ্গগভ্ৰয়ে। ১১। অল্লোদীপ্তকঃ || ১১ ৷৷ • অস্যার্থঃ | হে ঋষিসত্তম ! বায়ুসঞ্চরণস্থান গবাক্ষ, তৎসন্নিহিত সংস্থাপিত. দীপের শিখা যেমন চঞ্চল হয়, ভদ্ধপ জগতীতলে জীবের জীবন অতিরিক্ত চঞ্চল হয়, আর জগস্মধ্যে যে সকল পদার্থজতের উদ্দীপ্ত শোভা সন্দর্শন হইতেছে, সে সকলই অনিতা, বিদ্যুৎপ্রকাশের নায় ক্ষণিক উদীপ্ত মাত্র হয়। অর্থাৎ সকলই বিফল ইতিভাৰ ॥১১ অনন্তর জীবের নিত্য পরমায়ুৰায়ের দ্বষ্টান্ত দিয়া রঘুবংশতিলকত্রীরামচন্দ্র বিশ্বমিনকে কহিতেছেন, তদৰ্থে উক্ত হইয়াছে। ২থা- বিপর্যাসমিয়মিতি)। বিপৰ্য্যাসমিয়ংঘাতি ভূরিভূতপরম্পরা। বীজরাশিরিবাজস্রং পূৰ্য্যমাণঃ পুনঃ পুনঃ।। ১২। যথাকুশলীদে অজস্রং পুনঃ পুনঃ পুর্যমাণোধান্যাদি বীজরাশির্বায়েন বিপর্যা সংক্ষেত্রেউণ্ডোজলেন পূর্যমাণে বোস্থূন্যতাং কুরসস্তাদিভাবেন বিপর্যামমতার্থঃ-১২। षमाः | হে মুনিপঞ্চানন । যেমন সংস্থিত কুলস্থ সংপূর্ণ ধান্যরাশি, পুনঃ পুনঃ বায়ে, ক্রমে ক্ষয় পাইয়া শুনা হয়, তদ্ধপ জীবের দেহস্বরূপ কুন্থলে অর্থাৎ মরাই বা গোলাতে থানারূপ পরমায়ু নিয়ত নিঃশ্বাস প্রশ্বাস ব্যয় করাতে ক্ষয় পাইতেছে। অর্থাৎ উপমামাত্র, ধান ক্ষয় হইলে শূন্যকুণ্ঠলে পুনঃ পূরণ করা যায়, কিন্তু পরমায়ু ক্ষয় যে হইল, সেই হইল, আর পূরণ করিবার উপায় নাই, ইতিভাবঃ ॥ ১২ ॥ অনন্তর সংসাররচনা নটারন্যায় বাতোদ্ধভ রজম্বারা ষে মলিনতা প্রাপ্ত হয় তাহা বর্ণনাম্বারা স্ত্রীরামচন্দ্র বিশ্বামিত্ৰকে কহিতেছেন। যথা-(মনঃপবনইতি)।