পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৫৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6:88 যোগবশিষ্ঠ । আনন্দস্বরূপ তরু, অক্ষীণ পূর্ণচন্দ্রের চন্ত্রিকার নায় সুশীতল তাহার মুঙ্কুরীকে আমি কি রূপে লাভ করিতে যোগ্য হই। অর্থাৎ কি সাধনে পরিপূর্ণ আনন্দময় পরমাত্মাতে লগ্ন হইত্বে পারি, ইভিভাব ২৪ | হে ঋষিবৰ্যবিশ্বামিত্র! আপনার সাধু সদাশয় পরম তত্ত্বজ্ঞানী এক্ষণে যাহাতে আমি অন্তঃকরণে আত্ম পরিপূর্ণতা লাভ করিয়াস্থতৃপ্ত হই, এবং বিষয় রমে মগ্ন হইয়। পুনৰ্ব্বার আর খেদযুক্ত ন হই, সেই রূপ উপদেশ করুন। ২৫ ৷৷ অনন্তর অপ্রাপ্ত তত্ত্বজ্ঞান হেতু খেদযুক্ত হইয় রঘুনাথ মুনিবরবিশ্বামিত্রকে কইি তেছেন। তদৰ্থে উক্ত হইয়াছে। যথা –(সচ্চিত্তমানন্দপত্রুেতি ) ৷ সত্তিমানন্দপদ প্রধানবিশ্রান্তিরিক্তং সততং মহাত্মন। কদৰ্থয়ীভূশং বিক পাশ্বানোবনে দেহমিবাস্পঞ্জীবং ২৬। ইতি শ্ৰীবশিষ্ঠতাৎপৰ্য্য প্রকাশে বৈরাগ্যপ্রকরণে আত্মপরিদেবন নাম ত্রিংশংসর্গ: || ৩০ । আনন্দপদপ্রধান বিশ্রান্তিরাতান্তিকস্থৈৰ্য্যং তেনরিক্তং শূন্যং কদৰ্থয়ন্তি পীড়সুস্তি।. ২৩ ৷৷ ক্টভিস্ত্রবাশিষ্ঠতাৎপর্যাপ্রকাশে বৈরাগ্যপ্রকরণে ত্রিংশত্তমঃ সীঃ । ৩• । অস্ত্যার্থঃ । হে মহাত্মন সংসারাসক্ত সংশয় স্বরূপ বিকল্প কল্পনা সকল বিশ্রান্তি মুখের অন্তর করতঃ আমার চিত্তকে আনন্দপদ হইতে পরিত্যক্ত করিয়া যৎপরোনাস্তি ক্লেশ দিতেছে (যেমন অরণ্য মধ্যে ফুফুর সকল উৎপাত করিয়া ক্ষুদ্র ক্ষুদ্র জীব সকলের অতিশয় পীড়াদায়ক হয়।) অর্থাৎ বিষয়ভিলাষ হইতে করে আমি স্বতন্ত্র হইব ইত রামাতিপ্রায়ঃ ॥ ২৬। ইতি-বাশিষ্ঠ তংপর্ঘ্য প্রকাশে বৈরাগ্য প্রকরণে আত্ম পরিদেবন নামে ত্রিংশত্তমঃ স্বৰ্গঃ সমাপনী ॥ ৩৪ ৷৷ ան)0ա