পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৫৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোপ্রবাশিষ্ঠ । ტ:yტ বর্ষণশীল সড়িত ঘনাবলিগলিত তুষারপিণ্ড এবং ক্ষীরপিণ্ডের ন্যায় অবনীতলে পতিত হইয়াছিল। ১৬ ॥ e * 9 • অর্থাৎ তুষার পণ্ডপদে অতুি স্বচ্ছ শুক্লবৰ্ণ করষ্কাপাত, ক্টরপিও পদে অতি শুক্ল নবনীত পিওঁ তদ্বৎ গুলিত মারাকরসবিশিষ্ট শুক্ল পুষ্প সকল, নভোমণ্ডল হইতে পরিচ্যুত হইয় ধরণীড়লে নিপতিত হইয়াছিল। ইতি শোভাসম্পাদন মাত্র। ১৬। হে ধরণীপতে ! মুক্তামালার ন্যায় মহতী তুষার বৃষ্টি যেমন হয় তদ্রুপ, এবং মীরসাগর তরঙ্গ মধ্যে পতিতশীতাংশু কিরণের ন্যায় আকাশ মণ্ডল হইতে কুসুম রাশি সকল বর্ষিত হইয়াছিল। ১৭ ৷৷ তন্মধ্যেপতিতপদ্মেরও শোভা বর্ণন করিয়া ঋষিবর রাজর্ষিবরকে কহিতেছেন । তদুর্থ উক্ত হইয়াছে। যথা –(কিঞ্জকোন্তোজবলিতেতি ) ৷ কিঞ্জলকশন্তেfজবলিত ভ্রমস্তৃঙ্গ কুদম্বকাঃ। শীৎকারগায়দামোদি মুধুরানিললেলিতা। ১৮ । е 9 * о & هے কিঞ্চলকঃ কেশরঃন্তৎপ্রধানৈরম্ভোজৈঃ বলিত শোভিতীজনানাং স্পর্শমুখাভিয়ে •." to ச শীৎকারধ্বনিভিৰ্গীয়তামধুরেণমন্দত্বাং স্থখস্পর্শান্সিলের্নলেলিহ্লাঈৰচালিত । ১৮ ৷৷ • অস্যার্থঃ হে ভূপদ্ধে ! মনোহর কেশরযুক্ত মুখস্পর্শ বায়ু কর্তৃক সঞ্চালিত শীৎকারধান সমন্বিত চঞ্চল ভ্রমর মালামণ্ডিত, সুকোমল বিকচ কমলমালাও প্রবর্ষিত হইয়া প্রভ্রমং কেতকীবৃহঃ প্রস্ফুরুং কৈবরোংকরা। প্ৰপতৎ কুন্দবলয়াচল কুবলয় লয়। ১৯ । বৃহাদয়ঃ সমুহীর্থাঃ ৷ ১৯1 অস্থার্থ: | হেয়াজন ভ্ৰাম্যমাণ গাঢ় কেতকী কুসুম, ও প্রস্ফুটিত কৈরবকুল,অৰ্থাংকুমুদ কঙ্কার কোকনদ প্রভৃতি জলজ প্রন্থনৰাজী, এবং মলয়গিরি সস্তুত কুবলয়াদি সুগন্ধ কুন্দ কুসুম সমুহও ঐ পতিত পুষ্প বৃষ্টির মধ্যে স্ফৰ্ত্তি পাইয়াছিল। ১৯ ৷ অনন্তর পুষ্পবর্ষণ হুষ্টে সকলে বিস্ময় হইয় যে রূপ অবলোকন করিয়াছিল, তাহীও মহর্ষি অরিষ্টনেমিকে বিস্তার করিয়া কহিতেছেন। যথা –(আপুরিতেতি ) {