পাতা:যোগ-সাধন.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগসাধন | ১ম প্রঃ । যোগ কাহাকে কহে ? উ । আমাদের দেশে যোগ সম্বন্ধে নানা ভ্রম চলিয়া আসিসাছে । তাহার কারণ যোগ এই কথাটি বহুতর অর্থে ব্যবহৃত গুইয়া আসিতেছে । আমি সে সকল অর্থে এই শব্দ ব্যবহার করিন । যোগ বলিলে অামি জীবাত্মা ও পরমাত্মার যোগ অর্থাৎ মিলন বুঝি । এই মিলন একীভূত হইয়া যা ওয়া নহে, ইহাতে মানবের আত্মা ব্রঙ্গে বিলীন হইয়া নিরস্তিত্ব তযন । ইংরাজিতে যাহাকে annihilation অর্থাৎ লয় বলে তাহার সহিত,ইহার কোন সম্বন্ধ নাই । আত্মা সম্পূর্ণ দ্বিতীয় বস্তু থাকে ও সম্ভবতঃ চির কালই থাকিবে । তবে জীবাত্মার জ্ঞান প্রেম ও ইচ্ছ। এই ত্ৰিবিধ প্রকৃতি পরমাত্মার পূর্ণ ও অনন্ত প্রকৃতির ঐ তিন অঙ্গের সহিত একজাতীয়তা বা সম-ধৰ্ম্মিত লাভ করিবে । আমার পরিমিত জ্ঞান তাহার পূর্ণ ও অনন্ত জ্ঞানে সংযুক্ত হইবে, আমার হৃদরের ভাব তাহার অনন্ত প্রেমের অনুবৰ্ত্তী হইবে, এবং আমার স্বাধীন ইচ্ছ। তাহার পূর্ণ পবিত্র ইচ্ছার অনুসরন করিবে । শ্ৰীমদ্ভr (>)