পাতা:যোগ-সাধন.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) য়াছে বলিতে হইত ! এই তিন সমাজের মধ্যেই ব্রাহ্ম ধৰ্ম্ম বৰ্ত্তমান, তবে ব্যক্তিগত রুচি ভিন্ন ২ হওয়ায় ব্রাহ্ম সমাজ তিন ভাগে বিভক্ত হইয়াছে । অামার ব্রাহ্ম ধৰ্ম্ম সকল জাতির মধ্যে এবং সকল ধৰ্ম্ম সম্প্রদায়ের মধ্যেই আছে ; এজন্ত র্তfহাদের প্রত্যেকের সঙ্গে আমার যোগ । আর আমি যে ব্রাহ্ম ধৰ্ম্ম হইতে স্বতন্ত্র সাধন অবলম্বন করিয়াছি এ কথা সত্য নহে। আমার সাধন সম্পূর্ণ ব্রাহ্ম ধৰ্ম্ম সঙ্গত । ৮ম প্রঃ । আপনি কোথায় কিরূপে যোগ শিক্ষা করিয়াছেন ? এবং সাধারণ উপাসনা প্রণালীর অতিরিক্ত সাধন গ্রহণ করিলেন কেন ? পবিত্র স্বরূপ পরমেশ্বরকে লাভ করিয়া জীবন সর্থক করিবার উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজে প্রথম আসি। তথায় করুণাময়ের কৃপায় অনেক সত্য ও প্রভূত উপকার লাভ করিয়৷ ধন্ত হইলাম। আমার অল্প শক্তিতে যে পরিমাণে সম্ভব তিনি আমাকুে পরিশ্রম করাইয়া ও লইলেন । র্তাহার ও তাহার সন্তান গণের সেবায় জীবন ধন্ত হইল। ক্রমে অনেক বিপদ আপদ উত্তীর্ণ হইয়া বিস্তর সত্য লাভে সমর্থ হইলাম। উপাসনা, প্রার্থনা, ধ্যান, ধারণাদি , করিতে শিখিলাম ;—এক কথায় বলিতে গেলে ব্রাহ্ম সমাজের আশ্রয়ে নবজীবন লাভ করিয়া উদ্ধার হইয়া গেলাম । কিন্তু আমার প্রাণের পিপাসা তাহাতেওঁ মিটিলন ; কারণ তখনও আমার প্রাণের প্রিয়তম দেবতাকে নিয়ত হৃদয়ের মধ্যে বসাইরা পূজা করিতে পারিতাম না। উপাসনার