পাতা:যোগ-সাধন.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( so ) বুথ ভঙ্গ করিবার প্রয়োজন কি ? (৩) র্যাহীদের শরীর শুদ্ধ নহে তাহাদিগের পক্ষে শরীর সংশোধনের জন্য প্রথম প্রথম কিছুদিন প্রত্যহ দুইবার প্রাণায়াম অর্থাৎ ভূতশুদ্ধি করা আবশ্যক। অন্যত্র যেযে স্থলে শরীর সুস্থ আছে তাহাদের তাহ আবশুক নাই । (৪) স্ত্রীলোক ও পুরুষ স্বতন্ত্র গৃহে সাধন করা আবশুক। তবে যেখানে সেরূপ সুবিধা নাই তথায় অতি সতর্ক হওয়া উচিত যেন পরম্পর স্পর্শ না হয় । ইহা ঋষি ও পরমহংসদিগের অতি অাদরের পবিত্র সাধন। কোনরূপে ইহার মধ্যে অপরিত্রতার লেশ মাত্র ন। প্রবেশ করে। যতদিন সাধক পবিত্র স্বরূপে নিমগ্ন হুইয়া আপনার প্রবৃত্তি নিচয়কে সম্পূর্ণ শাসনাধীনে আনিতে না পারেন, ততদিন চরিত্র স্খলনের কিঞ্চিমাত্র সস্তাবনার মধ্যে ও র্তাহার থাকা বিধেয় নহে । ২১শ প্রঃ । বহুকাল তপস্তা করিয়া ঋষিরা যে ধন প্রাপ্ত হইতেন এক্ষণে গৃহতু আশ্রমে থাকিয়া মামরা কিরূপে তাহার তাশ। করিতে পারি | - উঃ! যদি আমাদিগকে সম্পূর্ণ নিজের চেষ্টায় যোগ পথে চলিতে হইত তাহা হইলে যুগযুগান্তরে ও হয়ত কোন গৃহস্থ সিদ্ধাবস্থা লাভ করিতে পারিতেন কি না সন্দেহ। কিন্তু সৌভাগ্য ক্রমে কয়েকজন সিদ্ধ মহাত্ম পৃথিবীর বর্তমান সময়ের ধৰ্ম্ম সম্বন্ধীয় অবনতি দেখিয়া কৃপা করিয়া তাহ দূর করিবার জন্ত কৃতসঙ্কল্প হইয়াছেন । তাহারাই দেশ বিদেশে ভ্রমণ করিয়া উপযুক্ত ধৰ্ম্ম পিপাসু ব্যক্তিদিগকে এই সাধন শিক্ষা দিতেছেন এবং আপনাদের দীর্ঘকাল লব্ধ বহুদৰ্শিতা বলে যথাসাধ্য