পাতা:যোগ-সাধন.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २० ) সাক্ষাৎ সম্বন্ধে সাহায্য করিতেছেন। যেমন যদি কেহ স্বীয় প্রযত্নে ও গবেষণা বলে আজ মহাত্মা ইউক্লিডের জ্যামিতির সত্য সমূহ পুনরায় নুতনরূপে আবিষ্কার করিতে চাহেন তবে সহস্ৰ বৎসরেও পারেন কিনা সন্দেহ। অথচ এতাদৃশ গুরুতর ব্যাপার বিদ্যালয়ের ছাত্রেরা পর্য্যস্ত উপযুক্ত শিক্ষকের উপদেশানুসারে অতি অল্পদিনের মধ্যেই সম্পূর্ণ আয়ত্ত করিতেছে ; সেইরূপ সংসারের বিবিধ উৎপাৎ ও ব্যাঘাত সত্বে ও র্তাহাদের আধ্যাত্মিক সহায়তা লাভ করিয়া অল্পকাল মধ্যেই কয়েক জন গৃহস্থ কৃতকাৰ্য্য হইলাছেন এবং অনেকেই হুইবেন সন্দেহ নাই । ২২শ প্রঃ । অবতার বাদ কি ? আপনাকে অবতার মনে করি বার সম্ভাবনা আছে কি না ? উঃ । কোন সৃষ্ট বস্তু জীব বা মচুৰ্য্যকে বিশ্ব নিয়ন্ত সৰ্ব্বশক্তিমান পরমেশ্বর জ্ঞানে পূজাকরার নাম অবতার বাদ। উহা সত্যের বিরোধী এজন্ত আমার ব্রাহ্ম ধৰ্ম্মের সঙ্গে উহার কোন স' স্রব নাই।.পূৰ্ব্বোক্ত সাধনের নিয়মগুলি এককালে বিলুপ্ত ন হইলে এসাধনের মধ্যে অবতার বাদ মাসিতে পারে না। ২৩শ প্র : গুরুবাদ কি ? ইহাতে গুরুলাদের আশঙ্কা আছে কিনা ? উ অপূর্ণ মনুষ্যকে, তাহার উপদেশকে, অথবা তল্লিখিত শাস্ত্রকে অভ্রান্ত মনে করিয়া ইহাদের সম্মুখে নিজের বিবেক কে, হীনও অবরোধ করার নাম গুরুবাদ । এই ভয়ানক মত আমাদের নিয়মের যার পর নাই বিপরীত। বিৰেকই ঈশ্বরলাভের প্রকৃত পথ, এজন্য আপনার বিবেকই মানবের