পাতা:রঙ্গমল্লী.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৃষ্ট্রিহার సి) প্রথম অন্ধ কি যেন ঝরছে। অন্ধ স্থবির উপর থেকে পড়ছে,••••••••• কি পড়ছে তা বলা যায় না। পঞ্চম অন্ধ আমাব হাত ছুলে কে ? আমি ঘুমুচ্ছিলাম,.একটু ঘুমুতে দাও না বাপু । অন্ধ স্থবিব কেউ তোমায় ছোয়নি । পঞ্চম অক্ষ কে আমায় ছলে ? জোরে জবাব দাও, আমি কানে ভাল শুনতে পাইনে। অন্ধ স্থবির নিজেরাই জানিনে তার আবার জবাব ! পঞ্চম অন্ধ আমাদের সতর্ক ক’রে গেল ? প্রথম অন্ধ মিছে উত্তর দেওয়া, ও শুনতেই পায় না। তৃতীয় অন্ধ যারা শুনতে পায় না তারা কী দুর্ভাগা। অন্ধ স্থবির আর তো বসে থাকা যায় না । ষষ্ঠ অন্ধ এক জায়গায় আর ভাল লাগছে না।