এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দৃষ্টিহার So অন্ধ তরুণী নিজেই নিজেকে দেখবার জো নেই ;.........জমে গেলাম । ( এই সময়ে বনে বাতাস উঠিল এবং তীরের পাহাড়গুলির উপর সজোরে ঢেউ আছড়াইতে লাগিল ) প্রথম আন্ধ মেঘ ডাক্ছে। দ্বিতীয় অন্ধ বোধ হয় ঝড় উঠল । অন্ধ স্থবির আমার বোধ হচ্ছে ঢেউয়ের শব্দ । তৃতীয় অন্ধ ঢেউয়ের শব্দ ? সাগরের শব্দ ? এ যে দু’পা আগে! – একেবারে আমাদের কাছেই ! আমি আমাব চারদিকেই ওই রকম শব্দ পাচ্ছি। ও নিশ্চয় আর কিছু । তরুণী আমি যেন পায়ের গোড়ায় ঢেউয়ের শব্দ পাচ্ছি । প্রথম অন্ধ আমার বোধ হয় বাতাসে ঝরা পাত ঘুরছে। অন্ধ স্থলির আমার বোধ হয় মেয়েদের কথাই ঠিক । তৃতীয় অন্ধ এই দিকে আসচে! প্রথম অন্ধ আচ্ছ, বাতাস কোথেকে আসে ? o