এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
} e e झक्रमईो প্রথম অন্ধ আমাদের নিয়ে যেতে এসেছে, পায়ের চিহ্ন ধরে এসেছে ! এমনি ক’রে হাতখান চাটছে যেন একশো বছর আমায় দেখেনি। আলাদের ডাকবার ভঙ্গী দেখ! আহলাদে খুন ! শোনো একবার । শোনো একবার ! সকলে আয় । আয়! আয় । অন্ধ স্থবির ও বোধ হয় কারু আগে আগে দৌড়ে এসে থাকবে। প্রথম অন্ধ না—না, একলা ; আব কেউ থাকূলে সাড়া পাওয়া যেত ; অদ্য পাণ্ডায় আর দরকাবও নেই, পাণ্ডাগিরিতে কুকুরের কাছে মানুষ-পাণ্ডাদেরও কার মানতে হয়। যেখানে যেতে চাও, ঠিক নিয়ে যাবে । ও আমাদেধ কথা শোনে । অন্ধ স্থবির। ওর সঙ্গে যেতে আমাব কিন্তু সাহস হয় না । অন্ধ তরুণী আমারও না । দ্বিতীয় অন্ধ আমরা স্ত্রীলোকের কথা কানে তুলছিনে। তৃতীয় অন্ধ আমার বোধ হয় আকাশে কি একটা পরিবর্তন ঘটেছে, জার তেমন হাফ লাগছে না. বাতাসও বেশ পরিষ্কার বোধ হ’চ্ছে ।