পাতা:রঙ্গমল্লী.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমল্পী راه اند দ্বিতীয় অন্ধ আজ এখানে আস্রাব সময় আস্তে আস্তে কি যেন বলছিলেন, বোধ হয়, ওই অল্পবয়সী মেয়েটির সঙ্গে কথা কইছিলেন ; কি বলছিলেন গো ? প্রথম অন্ধ ও তা’ বলবে না । দ্বিতীয় অন্ধ তুমিও আর আমাদেব কথায় জবাব দেবে না ? কই তুমি ? কথা কও ৷ অন্ধ স্তবিবা তোমবা ঠাকুবকে বড় যক্ষণ দিয়েছ,......মেরে ফেলেছ, e - a s e e তোমব তাব কথা শোননি, এগুতে চাওনি, তার অমতে পথে বসে থেতে চেয়েচ, দিনরাত বিরক্ত কবেছ, আমি কতবার তার নিশ্বাস পড়তে শুনেছি, মনে যেন আর শক্তি ছিল না । Cli \, র্তাব অমুখ ছিল ? তুমি জানতে ? অন্ধ স্তবিব আমবা কিছুই জানতে পারিনি, আমবা তাকে চক্ষেও দেখিনি ! আমাদেব এই নিজী৭, নিস্তেজ, নিঃসহায় চোখের সমুখ দিয়ে কী যে ঘটনা ঘটেছে, তা’ কি কোনো দিন আমরা জানতে পেরেছি ? তিনিও কিছুই বলেন নি......এখন আর ফেরবাব নয়। আমি তিনজনেব মৃত্যু দেখলাম,...কিন্তু এমন দেখিনি••••••এবার আমাদের পালা ।