পাতা:রঙ্গমল্লী.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লিলি-sখ্যাসল প্রথম দৃশ্য কক্ষ কর্তা ওহান সান চিঠি লিখেছে, সে আমার আসার আশায় পথ চেয়ে থাকবে ; আজ সন্ধ্যাবেলায় যেমন ক’রে হোক দেখা করতে হবে। সেই নগাওয়ে চায়ের দোকানে আলাপ, বেচারী দেখছি আমার ভুলতে পারেনি। সন্ধান নিয়ে নিয়ে এতদূর পর্য্যন্ত এসেছে ; এসে এখন সহরতলীতে বাসা নিয়ে আছে। কিন্তু যাইই বা কি ক’রে ? আমার খ্যাকশেয়ালিরূপিণী অৰ্দ্ধাঙ্গিনীটির ভারি কড়া পাহারা ; ঘাটি এড়িয়ে যাওয়া যায় কেমন ক’রে ? কী বলা যায় ওকে ? কিছু একটা মতলব আঁটুতে হ’ল দেখছি! হ, আচ্ছা ; একবার ডাকি এই দিকে। ওগো ! ওগো ! গুনছ ? ওগো !