১২২ ब्रछमल्ली কর্তা জান না ? তা না জানবারই কথা, তুমি জানবে কি ক’রে ? একি এ কালেব কথা ? সেই—যে যুগে বোধিধৰ্ম্ম ভারতবর্ষ থেকে ধৰ্ম্মপ্রচাব কৰ্ত্তে জাপানে আসেন এ সেই যুগের কথা। বোধিধৰ্ম্ম নিদিধ্যাসন কৰ্ত্তেন। এ কি ক’বে করে তা জান ? ধ্যানকম্বলে আগাগোড়া মুড়ি দিয়ে মন্ত্র জপ কর্তে হয়। কৰ্ত্তে কর্তে কর্তে যখন ভূত ভবিষ্যৎ সমস্ত চিন্তা মন থেকে মুছে যায়, তখনি মুক্তি ; সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় আর কি ! ভারি কঠিন ক্রিয়া । গৃহিণী তা—ও কর্তে কতক্ষণ লাগে ? কর্তা তা’ বলতে কি,—তা’ কারে কারে দু’তিন হস্তা লাগে, কারো আবার বেশীও লাগৃতে পাবে। গৃহিণী উইই, সে হ’বে না, অত দিন কি— কর্তা আচ্ছ, না হয়, তুমিই ব্যবস্থা দাও— গৃহিণী ঘণ্টাখানেক—আমি বলি ঘণ্টাখানেক হ’লেই ঢের হ’ল, আচ্ছা স্বৰ্য্যাস্ত পৰ্য্যন্ত না হয় চেষ্টা কোরো–কম্বল মুড়ি দিয়ে থাকৃতে । কর্তা আরে ছিঃ ! নেহাৎ ছেলে মামুষের মত কথা বলছ তুমি ।
পাতা:রঙ্গমল্লী.djvu/১৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।