পাতা:রঙ্গমল্লী.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিদিধ্যাসন ১২৩ মন স্থির কর্তেই তো স্বৰ্য্যাস্ত । বরং স্বৰ্য্যাস্ত থেকে স্বৰ্য্যোদয় পৰ্য্যন্ত প্রকৃত নিদিধ্যাসনের সময় । গৃহিণী সমস্ত দিন—সমস্ত রাত ? কর্তা ह-डै । গৃহিণী উহু, ও আমার মনের মতন ব্যবস্থা হ’ল না ; তা”—তা’— আচ্ছা,—তাই সই, যখন তোমার নেহাৎ ইচ্ছে হয়েছে, তাই হোক, একদিন একরাত। কর্তা সত্যি বলছ ? গৃহিণী সত্যি। কৰ্ত্তা ওঃ সে হ’লে তো ভালই, সে হ’লে তো ভালই হয়। কিন্তু দেখ, আমি যেখানে নিদিধ্যাসনে বসব সে ঘরে স্ত্রীলোকের প্রবেশ নিষেধ। শাস্ত্রে লিখছে তা হ’লে সব নষ্ট হবে। উকি ঝুঁকিও দিয়ে না, যদি দাও, পাপের ঝুকি তোমার উপর। আগে থাকৃতে সাবধান করে দিচ্ছি, বুঝলে ? গৃহিণী বেশ, আমি আসব না গো আসব না ; হ’ল তো ?