\రి8 রঙ্গমল্পী কর্তা ( নেপথ্যে গান ) ভোরের পাখী ডাকূবে ভোরে,— তোমার বা কি ? আমার বা কি ? চোখে দেখেই ফিরব, ওরে । ভোরের আমি খোজ কি রাখি ? ঝাউয়ের বনে উঠছে হাওয়া, পড়ছে মনে তার সে আঁখি । জড়িয়ে গেছে মলিন ছায়া আলোর লেখা নাইক বাকী । ( প্রবেশ করিয়া ) ছনিয়ার গতিকই এই ; গোপন প্রেমের ধারাই এমুনি ; কিন্তু তা’ বলে কি ভুলতে পারা যায় ; তাকে যতই দেখছি মনটা ততই যেন তার উপর বসে যাচ্ছে। আহা, ভুলতে নারি ভুলতে নাবি ফাগুন ফুলেব ফুলকি, কপালে তার নতুন বাহার ফুলের মতন উলকি ! আরে ছ্যা ছ্যাঁ, এ করছি কি ? পাগলের মতন নিজের মনেই বকৃছি যে ! বাঃ । আর ওদিকে চাকর ছোড়াটা কম্বলের ভিতর ইপিয়ে মারা যাচ্ছে। ওরে ; ওরে ! ও ছোকুর । আমি এসেছি । আমি এসেছি! তোর ভারি কষ্ট হয়েছে...তা’ কি করব বল-আঃ বলা যাক। (উপবেশন ) ওরে । কম্বলটা এইবার খুলে ফেল না, আর নিদিধ্যাপনের দরকার কি ?...লজ্জা হচ্ছে বুঝি, আমার সামনে
পাতা:রঙ্গমল্লী.djvu/১৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।