পাতা:রঙ্গমল্লী.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একই লেখকের লেখা বেণু ও বীণা - - - a to to এক টাকা । “পড়িয়া তৃপ্ত ও মুগ্ধ হইয়াছি।” >প্রবাসী। হোমশিখা - e - * - - এক টাকা । “উচ্চচিন্তার সহিত কল্পনার সুন্দর সম্মিলন ।” শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর । ফুলের ফসল e - e. e - a আট আনা । “বাঙ্গালার কাব্য সাহিত্যে সম্পূর্ণ নূতন ধরণের একখানি উৎকৃষ্ট ‘লিরিকৃ’।” ভারতী । কুহু ও কেক o o e - - - এক টাকা । “সমগ্র কাব্যথানি বাবংবার পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করিয়া ইহা আমরা অসঙ্কোচে বলিতে পারি তাহার সমসাময়িক কবি-সভায় শ্রেষ্ঠ আসনখানির দাবী কবির পক্ষে কায়েম হইয়া গিয়াছে।” প্রবাসী। তীর্থ সলিল e to o * - - এক টাকা । “কবিত্বের ও বিস্তাবত্তার পূর্ণ পরিচয়।” বঙ্গবাসী । তীর্থরেণু e e - o e - এক টাকা । “তোমার এই অনুবাদগুলি যেন জন্মান্তর প্রাপ্তি—আত্মা এক দেষ্ট হইতে অন্ত দেহে সঞ্চারিত হইয়াছে—ইহা শিল্পকাৰ্য্য নহে, ইহা স্বষ্টি কাৰ্য্য ।” ত্রীরবীন্দ্রনাথ ঠাকুর।