এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
রঙ্গমল্পী আয়ুষ্মতী আৰ্য্যধন ! আর্য্যধন কিসের এ কোলাহল আজি ? তোমাদের এই নিরালয়ে ? আয়ুষ্মতী নগরের যত লোক এসেছিল পিতারে সাধিতে,—বলে, নিয়ে সৈন্তাভার লিচ্ছবির ব্যুহ ভেদি ছিন্ন ভিন্ন করিতে তাদের । আর্য্যধন গিয়েছেন চলে তিনি ? আয়ুষ্মতী গিয়েছেন মুহূৰ্ত্তেক আগে যুদ্ধের উৎসাহে মাতি । আর্য্যধন আর আমি ? আছি দূরে সরে অবহেলি রণাহান ; বিরূপ নগরবাসী তাই মোর পরে ; অকৃতজ্ঞ বৈশালীর আচরণে যবে রুষিলেন জাৰ্য্য পুরঞ্জয়, পক্ষ তার, লয়েছিয় আমি ; সে অবধি—একি ! ম যে মোর ! ( অস্তরালে গমন ) আমারো মা ! (লোকজমসহ ঋষিদাসীর প্রবেশ )