यात्रूयर्डी S} তবে সে পিতার কথা ভেবে ; যুদ্ধের এ আবাহনে কান যদি না দিতেন তিনি, বড় ভাল হত তবে, বিশেষতঃ আজ রাত্রে, দুর্ঘটনা ঘটে যদি কোনো,— দূর হোক হর্ভাবনা, ওকথা ভাবিতে নাই আজ ; আজিকার এই রাত্রি কাটাইব দোহে মিলি মোরা কালিকার কথা ভাবি, অরুণ-উদয়-প্রতীক্ষায়, গভীর রহস্তে-ঘেরা সংমিলিত দুটি জীবনের ভবিষ্যের কথা ভাবি স্বপ্নে স্বপ্নে পোহাব রজনী । আর্য্যধন অনাগত দিবসের প্রাণময় কিরণ-স্পন্দন । —এখনি সে আরম্ভ হয়েছে । আয়ুষ্মতী পূৰ্ব্বাকাশে মেঘস্তর উঠিল গোলাপী হ’য়ে—এরি মধ্যে —আমাদের লাগি । আর্য্যধন দিন এসে চলে যাবে ; তারপর, আসিবে চন্দ্রম সন্ধ্যাতার সঙ্গে লয়ে ! আয়ুষ্মতী তারপর ধীরে ধীরে ধীরে আবার সে চন্দ্ৰতারা মিলাইবে দিনের আলোকে । দেখ, মনে হয়, যেন, আজ রাত্রে পৃথিবী আকাশ স্তন্ধ হ’য়ে রবে ক্ষণকাল পৰিত্ৰ-গম্ভীর এই ছুটি হৃদয়ের সন্মিলন-সন্ধিক্ষণে ; মত্ত বায়ু
পাতা:রঙ্গমল্লী.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।