পাতা:রঙ্গমল্লী.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আয়ুষ্মতী আর তুমি ? এ বয়সে কোথা হায় লভিবে সাশ্বন ? কাল প্রাতে অসি, বৰ্ম্ম, ধনুঃশর হ’বেন দোসর, স্বধাবে না কোনো কথা শূন্তগর্ভ সাজোয়া তোমার । তৰু তুমি দিবে বলি! দিবে বলি ভবিষ্যের আশা, চুর্ণ করি দু’জনের হৃদয়ের স্বপন-সাধনা ? ছিন্ন কবি দুটি জীবনের মিলনের স্বর্ণ-ডোর ? মুছে দিবে আনন্দের লিপি দুঃখভাগী দোসবের ? ভেবে রেখেছিন্থ মনে যেই পাণি করিব গ্রহণ আপনার পাণিপুটে, শিথিল সে হইবে না কভু,→ যতদিন মৃত্যু তারে না কবে শিথিল। আর তুমি শিথিল করিয়া তারে দিতে চাও গ্রহণের ক্ষণে ? ধেয়ানে যা গড়েছিল্ক বহু নিশি জাগি”—ভেঙে দিৰে ? আমি বলিতেছি, আৰ্য্য, গ্রাহ তুমি কর’না দেবতা ; শূন্তগর্ভ দেবলোক—বিচাবের আশা নাই হোথা ; আর যদি, বৃদ্ধ ! তুমি দেবতার না দেখ অন্তায় তোমার অন্তায় কাজে আজ তবে আমি দিব বাধা ১ সন্তান-হত্যার পাপে লিপ্ত তুমি হইবার আগে শুভার্থী তোমার আমি, নিজ হাতে বধিব তোমারে। পুরঞ্জয় বৎস! কাজ কি সহজ কিছু হ’ল—কথাতে তোমার ? সহজে এ দেবঋণ শোধিবার না দেখি উপায় ; লন্ধ জয়,—প্রতিশ্রুত মূল্য দিতে হবে সে এখন। মর্ত্য নয়—কী বুঝিবে দেবতার আমোঘ বিধান ?—