পাতা:রঙ্গমল্লী.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সবুজ সমাধি ©ጫ চলিনে। ( ভ্র কুঞ্চিত করিয়া ) আমিও মেয়েটার একখানা ছবি বিকৃত করে সম্রাটের কাছে সদরে পাঠিয়ে দিচ্চি। তুলির দু’ একটানে এম্নি মূৰ্ত্তি বদলে দেব যে ব্যস,—প্রাসাদে গিয়ে ধরণ দিয়ে পড়ে থাকলেও সম্রাট ওর দিকে ফিরেও চাইবেন না । দেখি চাষার মেয়ে কেমন রাজবাণী হয়। ছঃ ! যে নিজের কোট বজায় রাখতে না পারে সে আবার মানুষ ? ( প্রস্থান ) दिडीग्न मृथ চীনের রাজপ্রাসাদ—রাত্রি ( শাওকীন ও পরিচারিক ) শাওকীন রয়েছি বাজার প্রাসাদে,—পেয়েছি ঠাই, রাজ দরশন তবু মিলিল না হায় । সেতাবটি বিনা সার্থী হেথা কেহ নাই, এমন রাত্রি একাকী কাটিয়া যায়। মার মুখে শুনেছিলুম আমার যেদিন জন্ম হয়, সেই দিন মা স্বপ্নে দেখেছিলেন, যেন জ্যোৎস্না এসে তার বুকে নেমেচে ; খানিক পরেই সে জ্যোৎস্না আর বুকে রইল না , ধূলোর উপর গড়িয়ে পড়ল। আমি গরীবের মেয়ে রাজার প্রাসাদে উঠিচি, হয় তো স্বপ্নের সেই জ্যোৎস্নার মত আবার ঐ ধুলোতেই আমার মাতে হবে। তার আগে যদি একবার তাকে দেখতে পেতুম। বাব। আমার টাকার মানুষ নন, রাজার লোককে টাকা দিতে