পাতা:রঙ্গমল্লী.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সবুজ সমাধি శ్రీన్స్ల এস দেখি উনি আমাদের প্রাসাদের কোন মহলে বাস করেন ? নাঃ, থাক, ওকে এইখানেই আসতে বল। প্রতীহারী ( শব্দের অভিমুখে ) ওগো ! কোন ঠাকুবাণী সেতার বাজাচ্চেন ? সম্রাট আগত, তাকে বিধিপূৰ্ব্বক অভিবাদন করতে আজ্ঞা হোক। (“কাউ-তাউ” করিতে করিতে শাওকীনের প্রবেশ।) সম্রাট স্বর্ণ-তোবণের প্রতীহাবী ! তোমাব মলমলের লণ্ঠনটা ভাল জলচে না ; একটু এই দিকে নিযে এস দেখি ! শাওকীন দাসী যদি একটু আগে জানতে পারত মহারাজ আসবেন, তবে তাব এটুকু বিলম্বও ঘটত না ; দাসীর অজ্ঞানকৃত অপরাধ মার্জন করুন। সম্রাট নিখুঁত –চমৎকার –অপুৰ্ব্ব সুন্দরী । এমন সৌন্দৰ্য্য এতদিন কোন অন্ধকারে কেমন করে লুকিয়েছিল ? শাওকীন দাসীর নাম শাওকীন ; চিংতু সহরের কাছে আমাদের বাড়ী। আমার পিতা দবিদ্র, কিছু পৈতৃক জমী আছে, তাই চাষে লাগিয়ে জীবিকা নিৰ্ব্বাহ করেন। আমি গরীব গৃহস্থের মেয়ে, রাজপ্রাসাদের শিষ্টাচার কিছুই জানিনি। সম্রাট আশ্চৰ্য্য ! এই অসাধারণ সৌন্দৰ্য্যরাশি এত কাছে রয়েছে