পাতা:রঙ্গমল্লী.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য হানচীন খ চীন সম্রাট কন্যাদানে সম্মত হ’লেন না ; দূত ফিবে এসেচে ; রাজকন্যার বয়স অল্প, হু: , ও একটা ছল মাত্র। ইচ্ছা থাকৃলে সম্রাটু অন্ততঃ র্তার নির্বাচিত মৃন্দবীদের ভিতব থেকে একজন কাউকে পাঠাতে পারতেন। তা’ পাঠালেও আমাদের সন্মানের হানি হত না। না, লোক পাঠিয়ে দূতকে ফিরিয়ে আনা যাক ; যুদ্ধই করতে হল দেখ চি। এতদিনকাব সন্ধিটা ভঙ্গ করতেও মন উঠচে না। ব্যাপার কোন দিকে গড়ায় দেখা যাক ; হালট ভাল ক’রে বুঝেই চালটা চলতে হ’বে। ( প্রস্থান ) (মৌংস্কর প্রবেশ ) মৌংন্থ সম্রাটের জন্তে সুন্দরী বাছতে গিয়ে বেশ গুছিয়ে নেওয়া গিইছিল ; প্রাণের দায়ে সব ফেলে আসতে হ’ল। ভাগ্যিস টাকা জমাতে শিখেছিলুম, টাকার জোরেই রাজরোষ থেকে মাথা বাচিয়ে পালিয়ে আসতে পেরেচি, কিন্তু এ মাথা এখন রাখি কোথার ?—শাওকীনটা সব ফাস ক’রে দিয়েচে, সব মাটি, সব মাটি। আচ্ছ, শাওকীন, দেখা যাবে, শেষে কে হারে আর , কে জেতে।-ও কি হাটাই হেঁটেচি, কতদূর যে এসে পড়িচি