পাতা:রঙ্গমল্লী.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সবুজ সমাধি 89 শাওকীনের এই ছবিখানি আপনার জন্যে, জামার ভিতরে লুকিয়ে অতি সাবধানে নিয়ে এসেচি। (চিত্র প্রদর্শন ) হান্‌চীন চমৎকার—চমৎকার! এমন রূপ মামুষেব হয় ? এমন রূপসী পৃথিবীতে জন্মায় ? একে পেলে আমি রাজকন্তাকেও চাইনি। এখনি পত্র লিখে দূত পাঠাচ্চি। আপনার সম্রাট রাজী হন ভাল ; নইলে বাধ্য হ’য়ে আমায় সন্ধি ভঙ্গ করতে হবে । রসদ ফুরিয়ে এসেচে,—আসুক, আমার সৈন্তের শীকারলদ্ধ মাংসের উপর নির্ভর করে অভিযান করতে পারবে । তারপর একবার সীমান্তটা পার হয়ে লোকালয়ের কাছাকাছি গিয়ে পড়তে পারলে রসদ জুটিয়ে নেওয়া শক্ত হবে না। দ্বিতীয় দৃশ্য সম্রাটের প্রাসাদ ( শাওকীন ও পরিচারিক ) শাওকীন যতদিন দুর্ভাগ ছিলুম ততদিন সবাই দয়ার চক্ষে দেখত । সম্রাটের সুনজরে পড়ে পর্য্যন্ত সকলেই মনে মনে আমার প্রতি বিরক্ত । সম্রাট আমার ভালবাসেন, আমায় কাছে কাছে রাখেন, অন্তঃপুরের বাইরে যেতে চান না, রাজকাৰ্য্য দেখেন না,-সে কি আমার দোষ । আমি কি বারণ করি। দেখ দেখি আজি cउनं श्रांभिहे खेtछांशं क'रब्र, मिनडि क'tब ब्रांछणलांब्र गां*िछ দিলুম, নইলে কি যেতেন ? কিন্তু পাঠালে কি হয়, হয় তে}