88 রঙ্গমল্পী এখনি ফিরবেন। ( আশাঁর সন্মুখে আসিয়া আপনাকে দেখিতে দেখিণ্ডে ) না প্রায় ঠিকই আছে । ( বেশ বিদ্যাসে প্রবৃত্ত ) ( সম্রাটের প্রবেশ ) সম্রাট পশ্চিম প্রাসাদে শাওকীনকে দেখে অবধি যেন মাতাল হ’য়ে থাকা গেছে, দিনগুলো সব খেয়ালের ঝোকে কেটে যাচ্চে । কতদিন যে দরবারে যাওয়া হয় নি তা মনেই নেই। আজ, তার উপব, দরবারের শেষ পর্যান্ত হাজির থাকৃতে গিয়ে একেবারে বিরক্ত হ’য়ে যাও গেছে । আর অপেক্ষা করতে পারা গেল না, দেরী সইল না ; সভার পোষাকেই একবার ওকে দেখে যাওয়া যাক। ঐ যে ; কাছে যাওয়৷ হ’বে না, এইখান থেকে লুকিয়ে দেখা যাক। ( ধীরে ধীরে ক্রমশঃ শাওকীনের পিছনে আসিয়া ) (স্বগত) বাঃ ! গোল অশাঁখানির ভিতরে প্রতিবিম্ব পড়েচে, মনে হ'ঢ়ে যেন টাদের অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্রমগুলে বিরাজ করচে। ( স্তব্ধ ভাবে নিরীক্ষণ ) ( প্রধান অমাত্যের প্রবেশ ) প্রধান মন্ত্রীর কাজ মন্ত্রণ দেওয়া ফেলে রেখে পাশা দাব, মন্ত্রীর কাজ দরবারে বসি’ দেশের ভাবনা ভাবা ।
পাতা:রঙ্গমল্লী.djvu/৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।