পাতা:রঙ্গমল্লী.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সবুজ সমাধি 86? এখন এদের আনাগোনা হায় কেবলি প্রমোদ বনে, রাজ্য ও রাজা—কাহারো কথাই পড়ে নাক’ আর মনে । এদিকে হঠাৎ হান্‌চীন খাব দূত এসে হাজির ! হান্‌চীন খাঁ রাজকুমারীর বদলে শাওকীন দেবীর পাণিগ্রহণ করতে চায় ; সহজে সুবিধা না হ’লে যুদ্ধ করবে। কাজেই বাধ্য হ’য়ে এক রকম মহারাজের পিছনে পিছনেই, আমাকে অন্তঃপুবে প্রবেশ করতে হ’ল ! ( সম্রাটকে দেখিয়া ) মহাবাজের কাছে নিবেদন এই যে, উত্তরবাসী বিদেশীদের সর্দার কানচীন খ, পলায়মান মৌংস্থর কাছে শাওকীন দেবীর চিত্র দেখে একেবাবে মুগ্ধ হ’য়ে পড়েছেন, এবং বিবাহেব প্রস্তাব ক’রে মহারাজের কাছে দূত পাঠিয়েছেন। মহাবাজ যদি শাওকীন দেবীকে তার হাতে অর্পণ করতে সন্মত না হন তো তিনি যুদ্ধ করবেন—চীনসাম্রাজ্য ছারখার করবেন, লিখেচেন । সম্রাট চীনসাম্রাজ্য ছারখার করবেন?--লিখেচেন ? বটে । সৈন্ত সামন্ত রয়েচে কি জন্তে ? তারা রক্ষা করবে না ? সবাই তাতারের ভয়ে আড়ষ্ট ? কারো ক্ষমতা নেই ? কেউ এই অসভ্য বৰ্ব্ববগুলোকে দুব ক’রে তাড়িয়ে দিতে পারবে না । এই অপমান দাড়িয়ে দেখবে? রাজপত্নীর লাঞ্ছনা অনায়াসে সহ করবে ? আশ্রিত স্ত্রীলোককে শক্রর হাতে সাপে দিয়ে কাপুরুষের মত বেঁচে থাকবে ?