পাতা:রঙ্গমল্লী.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সবুজ সমাধি 8ፃ জ্ঞাপন করবার জন্তে আমাকে পাঠিয়েচেন । প্রথম কথা, এই যে, চীনসম্রাট তাতারদের সঙ্গে সন্ধিস্থত্রে আবদ্ধ ; সেই সন্ধির সৰ্ব অনুসারে, তাতার সর্দার চীন রাজবংশের কোনো সুন্দরী মহিলার পাণিগ্রহণের প্রার্থী হ’য়ে চীনসম্রাটের কাছে প্রস্তাব করে পাঠালে, সম্রাট ঐ প্রস্তাবে সম্মত হ’তে বাধ্য। দ্বিতীয় কথা এই যে, এইরূপ প্রস্তাব নিয়ে তাতার সর্দারের পক্ষ থেকে দু’বার দু’জন দূত এসে নিরাশ হ’য়ে ফিরে গেছে ; চীনসম্রাট কন্তদানে সম্মত হননি । এই ঘটনার পর চীনসম্রাটের ভূতপূৰ্ব্ব অমাত্য মৌংনু তাতার সর্দার হান্‌চীন খাকে শাওকীন নামী রাজান্তঃপুরবাসিনী কোনো সুন্দরী মহিলার একখানি আলেখ্য দেখিয়েচেন । তৃতীয় কথা এই যে, তাতার সর্দার এই সুন্দরীর পাণিগ্রহণ করতে ইচ্ছুক হ’য়ে তৃতীয়বার দরবারে দূত পাঠিয়েচেন। এখন সম্রাট যদি প্রাচীন সম্ভাব রক্ষা করতে চান তবে শাওকীন দেবীকে তাতার শিবিরে পাঠিয়ে দিতে দ্বিধা করবেন না । সম্রাট যদি এ প্রস্তাবের সন্মত না থাকেন তবে হান্‌চীন খাঁ, তার সঙ্গত দাবী বজায় করবার জন্তে চীনরাজ্য আক্রমণ করতে বাধ্য হ’বেন । ভাগ্য নির্ণয় অবহু যুদ্ধক্ষেত্রেই হ’বে । মহারাজ ধীরভাবে চারিদিক বিবেচনা ক’রে নিজের অভিপ্রায় জ্ঞাপন করলে আমরা বাধিত হ’ব । সম্রাট দূতকে এখন বিশ্রাম গৃহে নিয়ে যাওয়া হোক । ( দূতের প্রস্থান ) অমাত্য প্রধান ! সেনাপতিকে খবর দিন, সান্ধিবিগ্রহিককে খবর দিন ; সবাই একত্র হয়ে, পরামর্শ ক’রে এমন একটা পন্থী