এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
যিনি বাঙালীর দৈনিক জীবনে সত্য ও সুন্দরের উচ্চ আদর্শ প্রতিষ্ঠাকল্পে চিরদিন সচেষ্ট, মহাকবি মাইকেল মধুসূদন যাহাকে কবিতায় অভিনন্দিত করিয়াছেন, যাহার গৌরব-মণ্ডিত নামের অনুকরণে বর্তমান লেখকের নামকরণ হইয়াছিল, সেই বহুমানাস্পদ মনীষি ঐযুক্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর মহোদরের করকমলে আন্তরিক শ্রদ্ধার প্রকৃচন্দন স্বরূপ এই সামান্ত গ্রন্থ সসন্ত্রমে অপিত হইল ।