পাতা:রঙ্গমল্লী.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সবুজ সমাধি GG: শাওকীন তাতার সর্দার । এই খানে, আমি আমার দক্ষিণের আত্মীয়দের উদ্দেশে এক অঞ্জলি ফুল ভাসিয়ে দিতে চাই । ( ধারে গিয়া ) আমার দেবতা, মধুত্ব-উদাব-প্রকৃতি চীনসম্রাট! তোমার উদেশে এ জীবনে আমাব এই শেষ পুষ্পাঞ্জলি। (নদীতে পতন) পরলোকে তোমারি প্রতীক্ষা—(জলে অদৃগু হইয় গেল) হান্‌চীন ( ধরিতে না পারিয়া) গেল—গেল ঘূর্ণিজলে পড়তে না পড়তে একেবারে তলিয়ে চলে গেল ! প্রতিজ্ঞ ক’রে বসেছিল-বিদেশী তাতারকে বিবাহ করবে না। আর উপায় নেই। নৌকা ভিড়াও, এই নদীর তীরে শাওকীনের স্মৃতিমন্দির প্রতিষ্ঠা করতে হবে ; তার আগে দেশে ফিরব না। মন্দিরের নাম হবে সবুজ সমাধি। আর সে নেই ; চীনসম্রাটকে অকারণে উৎপীড়ন করা হল। কুচক্রী, হতভাগা মৌংস্নই এই অনর্থের মূল্য। ( একজন তাতারের প্রতি ) দেখ, মৌংস্নকে এখনি বন্দী করে চীনসম্রাটের দরবারে পাঠিয়ে দাও, সেইখানেই ওর উচিত শাস্তি হবে। ওকে একদওও আর আমাদের মধ্যে রাখা হ’বে না। মৌংস্কর মত কুটিল লোককে যে আশ্রয় দেবে তার বিপদ পদে পদে ।