পাতা:রঙ্গমল্লী.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

byచి ब्रछामल्ली অন্ধ স্থবির। হে ভগবান ! হে ঠাকুর । বলে দাও আমরা কোথায়। প্রথম অন্ধ আমরা অনস্তকাল এমন অপেক্ষা ক’রে থাকৃতে পাৰ্ব্ব না । ( দুরে ঘড়িতে বারটা বাজিল ) অন্ধ স্থবির। ও । আমরা আশ্রম থেকে কত দূরেই এসে পড়িছি । অন্ধ স্থবির রাত দুপুর । দ্বিতীয় অন্ধ বেলা দুপুর ! কেউ কি ঠিক সময় জান ? বল। ষষ্ঠ অন্ধ বলতে পারিনে। আমার মনে হ’চ্ছে আমরা কিসের ছায়াতে ज्ञहेष्ट्रि । প্রথম অন্ধ আমি কিছুই ঠিক ক’রে উঠতে পাচ্ছিনে ; ভারি ঘুমিয়ে পড়া গিইছিল। দ্বিতীয় অন্ধ আমার ক্ষিদে পেয়ে গেছে । সকলে ক্ষিদেও পেয়েছে, তেষ্টাও পেয়েছে। দ্বিতীয় অঙ্ক এখানে কি খুব বেশীক্ষণ আসা গেছে ?