রঙ্গমল্লী واپb দ্বিতীয় অন্ধ কোখেকে ? অন্ধ স্থবির। সে দেশের কথা বলতে যাওয়াই মুস্কিল ;—মনেই পড়ে না, মুখে বলি ঐ পর্য্যন্ত ।—কত দিন হ’য়ে গেছে। সেখানে ভারি শীত —এখানকাব চাইতেও বেশী। অন্ধ তরুণী আমি অনেক দূর থেকে এসেছি। 2 সে কোন দেশ ? অন্ধ তরুণী তা’ বলতে পারিনে। কেমন করে বলব ? সে এখান থেকে অনে—ক দূব, সমুদ্র পার। ভারি মস্ত দেশ। ইঙ্গিতে বোঝাতে পারি কিন্তু তোমরাও যে আমারি মতন অন্ধ ! তোমরা eো সে ইঙ্গিত বুঝতে পাৰ্ব্বে না।—আমি অনেক ঘুরেছি ; আমি স্বৰ্য্য দেখেছি ; আগুণ, জল, পাহাড়, চমৎকার চমৎকার ফুল, সুন্দর সুন্দর মুখ,—কত কি দেখেছি। এ দ্বীপে সে রকম কিছু নেই। এ দেশটা ভারি কন্কনে, ভারি বিমর্ষ। আমি দৃষ্টি হারিয়ে সব হারিয়েছি । আগে আমি বাপ, মা, ভাই, বোন সকলকে দেখতে পেতাম। তখন আমি এত ছোট যে নিজের দেশের নামটাও জেনে নিতে পারিনি। সমুদ্রের কিনারায় খেলা করে বেড়াতাম । তবু, সে দেশ যে দেখেছি তা’ দিব্যি মনে রয়েছে। একদিন পাহাড়ের উপর থেকে বরফের রেখা দেখেছিলাম।—জীবনে কে যে দুর্ভাগ হবে তা আমি তখন থেকেই একটু একটু বুঝ৩ে শিখেছি।
পাতা:রঙ্গমল্লী.djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।