পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कुँबांब्र-गैंडंद $3& নিরমিয়া পর সমর মকদমঞ্জরী, নবদল পুঙখপুঞ্জ তাহে মুক্ত করি, মধুকরশ্ৰেণী মধু মুড়িয়া শোভায়, মদনের নামাক্ষর লিখেছে কি তায় ? * ২৭৷৷ বটে বটে বর্ণনীয় কণিকার ফুল, গন্ধহীন হেতু হয় হৃদয় ব্যাকুল--- সকল বিকল দেখি বিধি-স্বষ্টি বিধি, কাহাকেও করে নাই সৰবগুণনিধি ৷৷ ২৮ ৷৷ বালশশী সম বক্র আর বিলোহিত, পলাশ-মুকুলপুঞ্জ হলো পুরোহিত, বনভূমি-বরাঙ্গনা-গণের শরীরে, বসন্ত নখরে ক্ষত করে কি অচিরে ? ২৯ ৷৷ ভীল সজ্বজ ধরিলেক বাসস্তীয় শোভা,--- নয়নে অঞ্জন হলো মত্ত মধুলোভা, চিত্রবণ তিলকে তিলক পরিপাটী, নবচুত-পবালেতে অস্তিার পাট ॥ ৩০ ৷৷ পিয়াল-ফুলের রজে বিঘ্নিত লোচন, কাননে কাননে মদমত্ত মৃগগণ, জীর্ণ-পৰ্ণপাতে মৰ্ম্মরিত বনস্থলী হেলে দুলে বায়ু-প্রতিকূলে যায় চলি ॥৩১৷৷ রসাল রসাল ফুলে করি রস পান, কল কোকিলের কণেঠ বাজিল সুতান,— মানবতী মহিলার মান-পরিহারে, কামের আদেশ কিবা কোকিল ফুকারে ॥৩২৷৷ वि-म इहैज झिनूंौट् विश्वानि, রঙ্গচছটা-শূন্য মুখ পাণ্ডুবৰ্ণধর, f

  • অস্ত্রের অঙ্গে নাম লিপি করা ভারতবর্ষের পুরাতনী রীতি।

f ইয়ুরোপীয় অঙ্গনীগণের ন্যায় ভারতবর্মীয় ভামিনীগণ শীতকালে শীতজনিত বিসফারণ নিবারণ জন্য অধরে দ্রব মোম বিলেপন করিতেন। অপিতু মণ্ডলে উষ্ণতা উৎপাদন করণীথ কুকুমাদি চর্ণক ভক্ষণ করিতেন। বসন্তোদয়ে মোম-সাহিত্য হেতু অংর বিশদ এবং রজচুর্ণ-বিহে মুখমণ্ডল স্বাভাবিক পত্রাবলি মুছে গেছে কপোলফলকে, হিমাগতে শ্ৰমজল তথায় ঝলকে ॥৩৩৷৷ অসময় রসময় বসন্ত উদয়,--- স্বাণু বনবাসী যত যতি সমুদয়, ঋতুর প্রভাবে পূর্ব-ভাবের বিলয়ে, বছযতুে শাম্য করে ইন্দ্ৰিয়-নিচয়ে ॥৩৪৷৷ ফলধনু ফুলধনু ধরি, স্বাণুবনে, উদয় হইল আসি, প্রিয় রতি সনে। তাহাতে আসক্তচিত্ত প্রণয়-সঙ্গমে, হইল দাম্পত্য-বদ্ধ স্থাবর-জঙ্গমে ||৩৫৷৷ একপুষ্প-পানপাত্রে মত্ত মধুকরে, পিয়ার উচিছষ্ট মধু পিয়ে প্রেভতরে, কুরঙ্গ স্বশৃঙ্গে করে অঙ্গ কণ্ডয়ন--- মুখের পরশে মৃগী মুদিছে নয়ন ॥৩৬৷৷ সরোরুহ-মুরভিত বারি লয়ে করে, করিণী সাদরে দান করে করিবরে । মৃণালের অৰ্দ্ধভাগ করিয়া সাহার, চক্ৰবাকৃ পেয়সীরে দেয় উপহার ॥৩৭৷৷ কিনুর-কামিনী-মুখে---গীত উপরমে--- পত্ৰলেখা ঈষৎ মুচেছে স্বেদগমে, পুষ্প-ম. * পানে তার ঘুণিত নয়ন--- কিনুর সুচারু মুখে করিছে চুম্বন ॥৩৮৷৷ ঘন পীন পুষ্পগুচছ স্তন মনোহর, পুবলি-পরোহ কিবা মোহিত অধর, এ হেন লাবণ্যবতী লতাবধূগণে, শাখা-ভজ নমি শাখী বাধে আলিঙ্গনে ॥৩৯৷৷ পশিলেও অপসরার সংগীত শবণে, আঙ্কার সন্ধানে হর স্থিত সেইক্ষণে,--- আম্বা বশ যার, তার বিধু যদি ঘটে, সমাধি না ভঙ্গ হয় তাহার নিকটে ॥৪০৷৷ পাণ্ডুর অর্থাৎ ঈষৎ পীত শুভ্র প্রতিভা পুনঃপ্রাপ্ত হুইত । -

  • উত্তর-পশ্চিম প্রদেশে প্রসিদ্ধ মধুক অর্থাৎ

১উল-ফুলের মদ্য প্রভূত এগিব ।