পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ লতাগৃহ-জারে নদী দাড়াইল রাগে--- শোভিত স্মৰণ-দণ্ড ধামৰাছভাগে--- মুখেতে তর্জনী রাখি ইঙ্গিত-তর্জনে, “স্থির হও" বলি আদেশিল শিবগণে ॥৪১৷৷ অমনি স্তম্ভিত তরু, নিশ্চল ভ্রমর, নীরব অণ্ডজ, শান্ত কুরঙ্গনিকর । নন্দীর শাসনে প্রশমিত সৰ্ব্বজন, চিত্রলিখিতের ন্যায় হইল কানন ॥৪২৷৷ হর-নেত্র-আন্তরালে চলিল মদন, প্রয়াণে সম্মুখ শুক্র - সম যে নয়ন, নিবিড় নমেরু তরু পুস্তি সুশোভন, হেন ধ্যানস্থানে কাম করিল গমন ॥৪৩৷৷ দেবদারু-মুল সুশোভন সুখাসন--- শাৰ্দ্দলের চৰ্ম্মে আচছাদিত আয়তন-- সমাধিস্থ হবে তায় করে দরশন, আসনু-মরণ-মুখে পতিত মদন ॥৪৪৷৷ ৰীয়াসনে স্থিত--স্থির পূর্ব-কলেবর, . বিনত কন্ধর, ঋজু তনু-পরিসর, উত্তান যুগল পাণি--অঙ্ক-আস্তরালে, প্রফুল্ল কমল যেন শোভিত মৃণালে ॥৪৫ পলম্বিত জটাজুটে ভুজঙ্ক বিরাজে, শবtণতে দুই ছড়া অক্ষসূত্র সাজে, নীলকণ্ঠ-কণঠ প্রভা নীলিমসঙ্কাশ, কষ্ণাজিন পাপ্ত তাহে বিশেষে বিকাশ ॥৪৬৷৷ ঈষৎ প্রকট লেত্রে তারকা স্তিমিত, ভরুর বিক্ষেপ সঞ্চালন-বিরহিত, ত্রিনয়নে পক্ষ্মপুঞ্জ স্পন্দনবিরত, নাসা লক্ষ্যে অক্ষিতেজ অধোদিকে নত।।৪৭৷৷ যখ। বর্ষণভাবে স্থির মেঘের বিস্তার, সেইরূপে প্ৰাণ আদি বায়ুর সঞ্চার, তরঙ্গবিহীন হ্রদে অপান-নিরোধ, নিবাত-নিষ্কম্পদীপ সমান উদ্বোধ ॥৪৮৷৷ রঙ্গলাল গ্রন্থাবলী উদ্ধৃদিকে ললাটস্থ নেত্রের উচ্ছ্বাস, ব্ৰহ্মরন্ধ পথে তার জ্যোতির প্রকাশ, হরিতেছে শিৱস্থিত বালশশিশোভা— মৃণালসূত্রের ন্যায় অতিমনোলোভা ॥৪৯৷৷ নিগম-আগম-বিরহিত নবদ্বার, সমাধিতে বশ চিত্ত হৃদয়ে প্রচার যেই নিত্য ধনে ভাবে তত্ত্বদশিগণ, সে আত্মায় স্ব-আত্মীয় করেন দর্শন ॥৫০M এইরূপ বিরূপক্ষে অতনু অদূরে, নিরীক্ষণ করে হৃদে সাহস না সফুরে; শুর্থ হয়ে গেছে হস্তে শর শরাসন, ভয়ের প্রভাবে তাঁহা নহে দরশন ॥৫১ নষ্ট-প্রায় মদনের বল-বীৰ্য্য পুন:, যেন বপুগুণে বাড়াইতে বহুগুণ, বনদেবদারীগণ সঙ্গেতে সঙ্গিনী, উদিতা তথায় আসি নগেন্দ্র-নন্দিনী ॥৫২৷৷ পদারাগে উপেক্ষিয় অশোকের হার--- কণিকারে সুবর্ণ সুবর্ণ সমাহার--- সিন্ধুবাবু-কলিকার মুকুতার মালা --- মধু-পুষ্প-ভূষণে ভমিতা গিরিবালা ॥৫৩৷৷ তরুণ অরুণ-বর্ণ কাচলী-কষণ-- ঈষৎ সখলিত স্তলে সে চারু বসন--- . সপল্লব পুষ্পগুচেছ নত লতা-প্রায়, হেলে দুলে শৈলসুতা উদিত তথায় ॥৫৪৷৷ নিতম্বে লম্বিত বকুলের চন্দ্রহার, থেকে থেকে সরে আর ধরে বার বার, যথা-স্থান-পরিজ্ঞানে বিজ্ঞ বটে কাম, অন্যতর ধনুৰ্গুণ সেই কাঞ্চীদাম ॥৫৫৷৷ সুরভিত নিশ্বাসেতে প্রবল পিপাসী, বিম্বাধর-সমীপে চঞ্চরী চরে আসি, চমকে চঞ্চলে দৃষ্ট তাহে প্রতি পলে, নিবারণ করিছেন লীলা-শতদলে ॥৫৬৷৷ •যাত্ৰীৰুলে শুক্রগ্রহ সন্মুখস্থ হওয়া অশুভ।

  • ইহার মুকুল বৰ্ত্ত লাকার এবং রক্তাভ, ভাষা

নাম নিগিলা ।