পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুল ফুল দৃষ্টি করি, কতক্ষণ মধুকরী, গুঞ্জরণে থাকে বা বিরত ? নিজ দলে চারুস্বরে, মধুময় গান করে, প্রকাশ করিয়ে মনোগত। करश् ‘जझे ७न कई, মানস হরিল আই, बिा-मश्ना थनम्न-कूगोज्ञ । যেইরূপ গোত্র রটে, সেরূপ প্রকৃতি বটে, মোহিল রে মানস আমার । দেখি নাই হেন নীতি, সাধু হয়ে চোর-রীতি, নাম সাধু কাৰ্য্যকালে চোর। শুনিয়াছি কত শত, যবনেরে করি হত, ● বীর-রসে হয়েছে বিভেীর। হোক তাহে নাই ক্ষতি, রাজপুত্র যোগ্য রতি, নারী-চিত চুরি ধৰ্ম্ম কিবা ? ধন-চোর ভারি ভুরি, রজনীতে করে চুরি, এর চুরি বিদ্যমানে দিব।” শুনি বাক্য সুধাময়, কোন সহচরী কয়, “সে কি গো ঠাকুর-কন্যা সতি ? হয়েছে সম্বন্ধ তব, রাঠোরের বংশোদ্ভব, সেই ত তোমার ধৰ্ম্মপতি ? অন্যপূর্ব হবে বালা, জনি না কতই জালা, কুলে চড়ে কলঙ্কের দাগ । ধৈর্য ধর ধীরে ধীরে, মনেরে আন গে৷ ফিরে; হর পর-বর-অনুরাগ।” কৰ্ম্মদেবী কন রোমে, “কে আমার কথা দোষে, কিবা ধৰ্ম্ম অধৰ্ম্ম বিচার । জনু মৃত্যু পরিণয়, এ সব সীমান্য নয়, ইহা লয়ে চলিছে সংসার। ইচছা মত মুনিগণ, কত মত বিরচণ, করিলেন পাণপণ করি। যুগে যুগে নিরস্তর, কেন তবে মতান্তর, হয়ে থাকে কহ সহচরি ? এই বা কেমন বিধি, श्रंद्भि१ग्र नूंनिक्षि, জাত প্রেম পয়েধি-মন্থনে। নাহি দেখা পরস্পর, পর-পরিচিত বর, উপজিবে পুণয় কেমনে ? দেবাধীন সংমিলন, হয় বটে. সংঘটন, কোথাও না মেলে এক রতি। কৰ্ম্মদেবী 分y কেবল ধৰ্ম্মের ভয়ে, কুলবালা থাকে স’য়ে, কিন্তু দুঃখে দহে তার মতি।। রাহু সহ শশিকল, করে কভু কেলি-কলা, ভয়গুস্ত গ্ৰস্ত তার মুখে । মত্ত মাতঙ্গের পতি, কোমলা নলিনী সতী, দেহ-দীনে নাহি থাকে সুখে । এ কুবিধি যদি সার, এইরূপ ব্যবহার, অবাধে চলিত অবিরত । অন্যথা হইলে পর, অন্যপূর্ব ঘর ঘর, অসতী হইল কত শত । ভীষ্মক-নন্দিনী সতী, চারুমতি গুণবতী, রামারতু রুকিাণী রূপসী। শিশুপালে বরিবার, সম্বন্ধ হইল তার, দৈত্যে দান সুধার কলসী। কৃষ্ণগত তার প্রাণ, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণে লিপি পাঠান গোপনে । বিবাহের দিনে হরি, আসি লয়ে যান হরি, দুষ্ট দল পরাভূত রণে । শুন কই প্রাণ-সই, তার চেয়ে সতী কই, দ্বাপরেতে ছিল বিদ্যমান। সাবিত্ৰী সতীর প্রায়, লোকে যার যশ গায়, রমা-রূপে যাহার সন্মান । শ্ৰীকৃষ্ণের গুণ-গান, শুনিয়ে হরিল জ্ঞান, गांनएग बनिला गनूलाल । সেরূপ আমার পাণ, সাধুর সুৰ্যশ গান, শুনে শুনে মুগ্ধ বহুকাল । আগে বরিয়াছি তীয়, লাজ-ভয়ে বাপ-মায়, মৰ্ম্ম-কথা প্রকাশ না করি। পিছে রাঠোরের সনে, কি চার অশুভক্ষণে, সম্বন্ধ হয়েছে সহচলি । রুক্মিণীর কৃষ্ণপতি, গুণ শুনে মজে মতি, শ্রুতি-পথে পণয় তাহার। আমি শুধু শুনি নাই, নয়নে দেখেছি ভাই, রূপ-সিন্ধু গুণের আধার। যে হোকৃ সে হোকু সই, মনে ধ্রুব জ্ঞান আই, সাধু মাত্র মম প্ৰাণপতি। সাধু ভিনু অন্য জনে, পতি শব্দে সম্বোধনে, না করিব আপন-অসতী ।