পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృశిశీ ब्रत्रणांन-4इदंनाँ বিলোকিত নহে কিছু পুলকফিভরে-- কোনমতে ললাটে তিলক-লিপি করে ॥২৪৷৷ আনন্দের অশ্রুধারা নয়েনেতে ক্ষরে, উর্ণাময় সূত্র রাণী বাধে স্থানান্তরে-- আসিয়া উমার ধাত্রী কৌতুক-অস্তরে, যথাস্থানে কৌতুক * বান্ধিল তার পরে ॥২৫৷৷ যথা ফেনপুঞ্জে ক্ষীরোদের তীরে ভাতি, শরদ সময়ে যথা পূর্ণিমার রাতি, সেইরূপ উমাদেহে নবপটবাস, মুকুর-ফলকে প্রভা করিল প্রকাশ ॥২৬৷৷ উপদেশে সুনিপুণ মেনা পুণ্যবতী, অনুমতি লয়ে তার কল্যাণী পার্বতী, কুলদেবগণে পূজি করিয়া প্ৰণতি, ক্রমে ক্রমে বন্দিলেন যত সব সতী ॥২৭৷৷ পুণতা পার্বতী প্রতি কহে সতীচয়, প্রাপ্ত হও অখণ্ডিত পতির প্রণয়--- সুিগ্ধজন, আশীৰ্ব্বাদ অতিক্রম করি, পতি-আৰ্দ্ধ-সঙ্গ উমা পরে লন হরি ॥২৮৷৷ আপন বিভব আর ইচছা অনুসার, যথাবিধি কাৰ্য্য সব করি দুহিতার, কৃতি আর সভ্য গিরি, বুধগণে লয়ে, ब्रशिcजन वृषश्वण-5मग्र यां*ांटग्न II२SII সেইকালে সনরূপ কৈলাস সমাজ, হইতেছে বিবাহ-বিহিত-বর-সাজ, সমাদরে মাতৃগণ নানা আভরণ, পুরসাস্ত পুরোভাগে করেন স্থাপন ॥৩০৷৷ মাতৃগণ-গোন্ধবাধ কৈলাস-দপুর, পরশিলা মাত্র সেই ভূষণনিকর,

  • বিবাহ-সূত্র ।

+ "ব্ৰাহ্মী চ বৈষ্ণবী চৈত্রী, রোস্ত্রী বারাহিকী তথ। কেীবেরী চৈব কৌমারী, মাতরঃ সপ্ত কীৰ্ত্তিতা ।” . মতান্তরে ই হাদিগের সংখ্যা অষ্টবিধ, যথা,--- ৰান্ধী, মাহেপুরী, ঐশ্রী বারাহী, বৈষ্ণবী, কৌমারী, ८ृणैट्षौ वर्धुरा छांमू७॥ ४१: प्रतििष्ठकी । আত্মবেশে রহিলেন, অথচ সে বেশ, অন্যভাবে লোক প্রতি দেখান মহেশ ॥৩১৷৷ ভস্ম-ভাগবত--হলো সিত অঙ্গরাগ, কপাল কিরীটরূপে শোভা শিরোভাগ, রোচনা অঙ্কিত পটিযুক্ত পট্টবাস, গজাজিন সেই শোভা করিল প্রকাশ ॥৩২৷৷ ললাটের মধ্যভাগে লোল বিলোচন, বিমল পিঙ্গল তারা তাঁহাতে শোভন-- যথাস্থানে হরিতালে যেন সুরঞ্জিতহইয়াছে বিবাহের তিলক লাঞ্ছিত ॥৩৩৷৷ অঙ্গে অঙ্গে বলয়িত ভুজঙ্গ-নিচয়, মণিময় আভরণ-শোভা প্রকাশয়-- কেবল করিল নিজ বপু ভিনুকার, স্বভাবতঃ ফণাচয় মণির আধার ॥৩৪৷৷ হরশিরে বালশশি-শোভা চমৎকার, স্বল্প হেতু দৃষ্টি নহে কলঙ্ক তাহার, দিবসেও হয় যাহে দীপ্তি নিঃসরণ, হেন চড়ামণি সত্ত্বে অন্যে প্রয়োজন ॥৩৫৷৷ যিনি মাত্র সমুদয় অদ্ভুত-পভব, র্যাহার প্রভাবে শ্ৰেষ্ঠ বেশের উদ্ভব, জাগি আনি ধরিলেক অনুচরগণ, , তাহে তিনি নিজ রূপ করেন ঈক্ষণ ॥৩৬৷৷ ভক্তিভরে করে বৃষ সঙ্কুচিত কায়-- পরিসর পৃষ্ঠ ব্যাঘ-চৰ্ম্মাবৃত তায়--- নন্দিকরে ভর রাখি বৃষভ-বাহন, কৈলাস-আরোহি যেন করেন গমন ॥৩৭] বাহনের গতি-ভঙ্গে কম্পিত কুণ্ডলে, শিবের পশ্চাতে যাম মাতৃক সকলে,--- লোহিত পরাগ মুখ ময়ুখমণ্ডল, § আকাশে ফুটিল কিবা অমল কমল ॥৩৮৷৷ পুরোভাগে মাতৃগণ-কনক-বরণ, যেন আগে আগে শোভে ক্ষণপ্রভাগণ -- पलांक-दनिऊ नवनैौल क्गंमशिनी, তাহাদের পাছে যান কালী কপালিনী ॥৩৯৷৷ মহেশের জাগে ভাগে চলে ভূতগণ, . वांछांदेहब्र प्रमजल विविष वजन,---