পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্জিশিষ্ট্র সন্ধ্যাবণন 佛 事 Q 輸 মলয়-শেখরে কভু, বিহার করেন পভ, যেখানেতে চন্দনের বন, লবঙ্গ কেশর সহ, কাপাইয়ে গন্ধবহ, রতিখেদ করয়ে হরণ। ২৫ ৷৷ কনক-কমল-বায়, পীড়িত পাৰ্ব্বতী-কায়, করজলে বিঘ্নিত লোচন, নামিলে নদীর জলে, কটি ঘেরি মীনদলে, করে পুন মেখলারচন।। ২৬ ৷৷ স্বরবধূ স্পৃহযুক্ত, সমীক্ষণ পরিভুক্ত. নন্দনকাননে পঞ্চানন, শচীর অলকোচিত পারিজাতে বিখচিত, উমারে করেন অনুক্ষণ ।। ২৭ ৷৷ স্বগ আর ধরাভূত, দুই মুখ অনুভত, করি শিব পেয়লীর সনে, দিনকর খর-কর, আলোহিত হ'লে পর, যান গন্ধমাদন-কাননে ।। ২৮ || পাৰ্ব্বতীর সব্যকর, বাম করে ধরি হর, বসি হেমময় শিলাতলে, প্রদোষেতে সিন্ধতর, নিরখিয়ে প্রভাকর, বনিতারে কন সেই স্থলে ।। ২৯ II “আরক্ত অপাঙ্গ ধর, তব নেত্ৰে দিনকর, পদকোস্তি করিয়ে স্থাপন, দিবসে সংহার করে, ধাতা যথা যুগাস্তরে, জগতের করেন হরণ II ৩০ ৷৷ অস্তমিত দিনকর, করে শোভে মনোহর, তব পিতৃ-পৰ্ব্বত-নিঝর । ইন্দ্ৰধনু শোভাচয়, করিয়াছে পরাজয়, আই দেখ শীকরনিকর ৷৷ ৩১ ৷৷ চক্রবাকু চক্রবাকী, মুখেতে মৃণাল-বাকী, গ্রীবাভঙ্গ পিয়-অভিমুখে, সরোবরে ধীরে ধীরে, ক্রমে গেল দূর নীরে, বিরহে বিলাপ করে দুঃখে ।। ৩২ ৷৷ শল্পৰ্কীতরুর ক্ষীর, গন্ধে সুবাসিত নীর, তাহে আলিবদ্ধ সরোরুহ, সারা দিবসের পরে, সেই নীর পান তরে, চলিয়াছে মাতঙ্গসমূহ ৷৷ ৩৩ ৷৷ অই দেখ প্ৰাণপ্ৰিয়ে, পশ্চিম দিগন্তে গিয়ে, অস্তগত ভানু মহোদয়, দীর্ঘ পৃতিবিম্বচছলে, কেমন সরসীজলে, রচিতেছে সেতু স্বর্ণময়।। ৩৪ ৷৷ দীঘল দশনধর, অরণ্য দন্তে ভাঙ্গি বিস-কিশলয়, প্রগাঢ় পঙ্কেতে যত, তাপ করি আপগত, উঠিতেছে ত্যজি হ্রদচয় ।। ৩৫ ৷৷ হের আই তরুপর, স্বর্ণ-বর্ণ পুচছধর, বসিয়াছে শিখী রূপরাশি, দিব অবসানকালে, দিনকর-করজালে, সেই কি ফেলিল সব গ্রাসি ? ৩৬ ৷৷ ভানুর কিরণ জল, পরিগতে নভ:স্থল, কিছু শুষ্ক সরলীর প্রায়, পবর্বদিকে তমোরাশি, ক্রমে সঞ্চারিল আসি, যেন পঙ্ক সম দেখা যায় ।। ৩৭ ৷৷ বরাহবর,