পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8°. নিবিড় তিমির নব, ইন্দুকরে ভগ্ন সব, তাহে কিবা শোভে নভ:স্থল--- মানস-সরসী জলে, নামি যেন হস্তিদলে, স্বচছবারি করিল সমল ৷৷ ৬৪ । অই দেখ কৃশোদরি । রক্তভাব পরিহরি, চন্দ্র ধরে বিশুদ্ধ মণ্ডল, বয়সের দোষাধীন, বিকার কি চিরদিন, থাকে যার স্বভাব নিৰ্ম্মল ৷৷ ৬৫ ৷৷ উপরেতে শশিকর, অবস্থিত হ'লে পর, নিমুগামী হলো নিশা তম। বেধসের সন্নিধানে, গুণ দোষ যথাস্থানে, গত হয় নিজ আত্মসম ৷৷ ৬৬ ৷৷ চন্দ্রকান্ত মণিচয়, চন্দ্রকরে দ্রব হয়, অসময়ে গিরি সেই জুলে । শিখিগণে জাগাইল, যাহার ঘুমায়ে ছিল, সানুস্থিত বিটপীর দলে। ৬৭ ৷৷ নিরুপম হে সুন্দরি ! দেখ কলপবৃক্ষোপরি, পুসফুরত হয়ে সুধাকর। যেন কর দ্বারা তার, গণনা করিতে হার, কুতূহলে হইল তৎপর। ৬৮ ৷৷ সুবন্ধুর কলেবর, ধরে এই গিরিবর, দিতেছে তাহাতে কত রঙ্গ সমিতির চন্দ্রকর, যেরূপ বিভূতিধর, বিচিত্রিত মাতাল মাতঙ্গ ।। ৬৯ ৷৷ ঘোরতর তৃষ্ণাভরে, কুমুদিনী পান করে, চন্দ্রপুভ রস অতিশয় । ब्रत्रलोण-७शांरलौ সহিতে না পারি আর, ফাটিল উদর তীর, গুঞ্জে তাহে ভ্রমরনিচয় ॥ ৭০ ৷৷ দেখ দেখ মানময়ি, কল্পতরুপরে অই, চন্দ্রকার কিরূপ সংশয় ? যেন সমীরণ বয়, তাহাতে চঞ্চল হয়, মুচিকণ বসননিচয় ॥ ৭১ ৷৷ পতিত কুমুমকার, শশিকর সুকুমার, পত্র ভেদি দিতেছে ঝলক । অঙ্গুলি উঠায়ে পিয়ে, তরু যেন বিনাইয়ে, দিতেছে হে তোমার আলক ৷৷ ৭২ ৷৷ দেখ পিয়ে অই তারা, নবব. সম ধারা, নব সঙ্গমেতে ভীতা আতি । প্রকম্পিত কলেবর, চঞ্চল মণ্ডলধীর, যায় যথা বর দ্বিজপতি ।। ৭৩ ৷৷ ধরি জ্যোৎসু পুতিমূৰ্ত্তি, তব গণ্ড পায় সম্মুত্তি, পাকা শর আভি আকর্ষণে । দেখ দেখ তদুপর, আরোহিল চন্দ্রকর, আহে চন্দ্র নিহিত নয়নে 1 || ৭৪ ৷৷ রক্ত সয্যকান্ত মণি, পাত্রে দেখ সুবদনি, কল্পতরু মধু পরকাশে। গন্ধমাদনের বন, বাগিনী দেবতাগণ, আসিয়াছে তোমার সকাশে ।। ৭৫ ৷৷ কেশর কুসুম দ্রব্য, সুরভিত মুখ তব, স্বভাবত: তরিক্ত নয়ন | তাহাঁতে পাইয়ে স্থান, কত গুণ বৃদ্ধিমান, করিবে হে মদিরা এখন ? ввѣшанными সমাপ্ত