পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নয়ন মুদিলে নিরখি যারে। প্রকাশিলে পুন নেহারি তারে । অনঙ্গ-নন্দন অনঙ্গ সম । ক্ষণেক না ছাড়ে মানস মম । यांठि८५Tन्न शाळ यजिल उॉल । অতিথি হইল আমার কাল ৷ আমার এ দশা জনিত যদি । ত্বরিত তরিত এ দুঃখ-নদী । কি ছাঁর আমি বা কেন বা লবে ? আমার কপালে এমন হবে ? তার রূপ-গুণ সাগর-পায় । আমি ক্ষুদ্র নদী-স্বরূপ তায় । কিন্তু তটিনীর সাগর-পতি । সিন্ধ, বিনা নাহি তাহার গতি।। এমন হবে কি আমার ভালে ? সাধনা সফল হবে কি কালে ? কিছুতেই পুতীতি না হয় হেন । পর-করে আমি মরিব যেন । যাহারে মানস কভু না চায় । কেমনে জীবন সঁপিব তায় । কেমনে তাঁহারে বলিব স্বামী ? সাধু-পরিণীতা বনিতা আমি । ' এত ভাবি অতি কাতরতর। । নয়নের জলে ভাসীয় ধর । ६थब्रय-बकन यांश्ल मृहद्र । “সাধু সাধু” নাম বদনে স্ফুরে । শুনিয়ে বিস্ময় যুবকরাজে । বলে “আজি এ কি কানন-মাঝে । মোহিতা মহিলা ধরণী-তলে । नग्नन-निदब्रांथ निमांजैौ छ्दल । যেন ধরাসনে নলিনী-দাম । কেন বা লইছে আমার নাম ? আহা মরি একি মাধুরী-ছটা । রূপের বাণিজ্য-বহির ঘট । মাণিক-মণ্ডিত চরণ মাল । অধরে জলিছে মাণিক-লীল । দ্ধিকর শোভিত লোহিত রাগে । পদুয়োগ শোভে যুগল ভাগে । ృలీ দশন বিমল-মুকুতা-পাতি । কিবা সমুজ্ব জল তাহার ভাতি । অধর অন্তরে শোভিত কিবা । মৃদু মুদু মুক্ত মোতির ডিবা ॥ নিৰ্মীলিত আখি রতন নীল । পলকের দ্বারে দিয়াছে খিল । চfচর চিকুর চামরজাল । চরণ অবধি শোভিছে ভাল । তনুর সুরভি অগুরু পায় । মধুপ মধুর মানসে ধায় । বাছতে গজেন্দ্র-দশন-বিভা ৷ চন্দ্রকান্ত-মণি হাসির নিভা । প্তবালের ছড়ি অঙ্গুলী-দলে । কম্বুর কলন নিরখি গলে। কনক-বরণী তরুণী চারু । কোন খানে দৃশ্য না হয় দারু। অপরূপ এই প্রমদা-তরী। যৌবন-সাগরে লোকন করি । ইহার ধনিক বণিক্‌ কই । কহ না আমিীয় যতেক সই ৷৷ বিভ্রম ভ্ৰমিতে পতিত তরণী । নাবিক-বিহীনা বিচার করি ।” শুনি লাজ ত্যজি জনেক আলী । কহিছে বচন মধুর ডালি । "ওহে মুরসিক পথিক-বর। এ তরীর কথা শবণ কর । নানাবিধ নিধি লইয়ে ভরা । ऊाञ्जि वॉलT-लौला उläनौ शंज्ञा । প্রবেশে যৌবন-জলধিজলে । প্রথমেই তাহ অশুভ তলে। চিত্ত-নাম-ধর নাবিকবর । বহুবিধ গুণে নিপুণতর। ধৈর্য্য-হালি করে ধরি কম্বিয়া । সুস্থির-হৃদয়ে ছিল বসিয়া । এমন সময় তস্কর এক । সাধুর স্বরূপ ধরিয়া ভেক। নাবিকেরে বেঁধে গিয়াছে লয়ে । उॉनिटछ् उद्भर्वी एवषैौब्रा श८ग्र ।