পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

obs ইহা বর্ণিত আছে। অদ্যপি জগন্নাথমন্দিরে কাঞ্চী হইতে আনীত গণেশমূৰ্ত্তি এবং মুগনী-প্রস্তরে রচিত বিবিধ বিচিত্র জালাদি অবলোকিত হয় । অপর গৃহভিত্তিতে মাণিকী-গোপিনী এবং সিতসিত তুরঙ্গীদ্বয়ের আকৃতি চিত্র করা উৎকলীয়দিগের এক সাধারণী রীতি। শ্রীযুক্ত বীম সাহেব সুবর্ণরেখার তীরবর্তী জঙ্গলাবত এক প্রাচীন দুর্গমধ্যেও এই প্রকার অশারোহী পুরুষযুগলের পাষাণ-প্রতিমা প্রত্যক্ষ করিয়াছেন। সে যাহা হউক, গত দুর্গোৎসবের বন্ধের পূর্বে তালপত্রে লিখিত ছন্দোভঙ্গ, পাদভঙ্গ প্রভৃতি নানাদোঘদূষিত একখানি কান্ধীকাবেরী পথি পাইয়। তাঁহাই সমাদরপূর্বক পাঠ করি এবং পাঠসমাপন পরে এই কাব্য রচনায় প্রবৃত্ত হইয়া কতিপয় দিবসে সমাপ্ত করিলাম। ফলতঃ আমার এ রচনা উক্ত উৎকলকাব্যের অনুবাদ নহে। আখ্যানটি মাত্র গৃহীত হইয়াছে, তাহাও সমগ্ৰ নহে। শব্দালঙ্কার, অর্থালঙ্কার, দেশবর্ণন, উৎকল দেশের পৌরাবৃত্তিক স্বটনা পৃ ভূতি কোন বিষয়েই আমি উক্ত মূল কাব্যের নিকট ঋণী নহি । দুই এক স্থলে সাদৃশ্য থাকিবার সম্ভাবনা, কিন্তু এ প্রকার সাদৃশ্য অপরিহার্য্য । আখ্যানমধ্যে কতকগুলি অলৌকিক ঘটনা জাছে। তাহা কাব্য-শরীরের প্রধান উপাদান ; সাত্ত্বিক বিন্দুমাত্রেরই তত্তাবৎ বিশ্বাগভাজন, কিন্তু ब्रत्रलांज-श्लेशंकलौ इं७८ब्रांश्रौग्न बिछांदमांड्जल-बूकि जांयूनिरू यूजकগণের শূন্ধের না হইতে পারে। র্তাহার কহিতে পারেন, জগনুথি বলরামের অণুরোকী সৈনিক বেশ ধারণ করিয়া উৎকলাধিপতির সহায়তা করা বাস্তবিক প্রকৃত ঘটনা নহে, রাজা স্বীয় সৈন্যগণের সমরোৎসাহ বৃদ্ধিকরণ মানসে ভিনু দেশ হইতে আনীত অনুচরদ্বয় দ্বারা এই ষড়যন্ত্র করিয়া স্বকীর্ম্য সাধনে থাকিবেন। মাণিকী-গোয়ালিনী এবং দাশরথি সূপকার তাহার মন্ত্রণার মধ্যে থাকিয়া ধূৰ্ত্ততার সহায়তা করিয়া থাকিবে ইত্যাদি। ফলত: এই উভয়বিধ বিশ্বাসের প্রতি আমার কিছুই বক্তরা নাই । উপসংহারকালে বক্তব্য এই যে, সাত্ত্বিক হিন্দুমাত্রেই এই কাব্যকে মহাপ্রসাদ বলিয়া অবশ্য সাদরে গ্রহণ করিবেন। নব্য সম্প্রদায়ের প্রতি নিবেদন এই--আপনারা এই মহাপ্ৰসাদের মধ্যে আপনাদিগের রুচির উপযুক্ত কোন কোন পদার্থ পাইতেও পারেন । “A theme; a theme for Milton's mighty hand--- “How much unmeet for us, a faint degenerate band !”--Scott. কটক । ২০শে কাত্তিক, ১৭৯৯ শকাবদা: