পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nebo পশ্চিমেতে বিনশন, পূর্বসীমা নিরূপণ, পুণ্যময় প্রয়াগ প্রদেশ। এ সীমা লঙঘন করি, পুণ্যভূমি পরিহরি, যে যাইত তার জাতি নাশ । দক্ষিণাপদ বা অঙ্গে, কিবা ত্রিকলিঙ্গ বঙ্গে, ছিল মাত্র মেচেছর নিবাস । কিন্তু মধুমক্ষিকার, যত বাড়ে পরিবার, ততই চক্রের সীমা বাড়ে । সেইরূপ আর্য্যবংশ, অনার্য্যে করিয়া ধবংস, ব্যাপ্ত ভারতের চক্রবাড়ে । এই সে অরণ্য-দেশে, প্রথমেতে ছিল এসে, আর্য্য-ভয়ে ও ভিল্ল কুলী । দ্বাপরের শেষ-ভাগে, * রণজয় অনুরাগে, সমাগত আৰ্য্য, কতগুলি । ক্রমে যত অনাচার, মৃেচছ করে পরিহার, আর্য্য-ভূমি হ’ল মুেচছ-দেশ । অর্থাৎ মথুরাদেশ তাহাদিগের বাসস্থান হইয়।ছিল। যথা মন :--- “কুরুক্ষেত্ৰঞ্চ মৎস্যঞ্চ পাঞ্চালা: শূৰসেনকাঃ । এষ ব্রহ্মধিদেশে বৈ বন্ধবিৰ্ত্তমনস্তরম্ ।” সুতরাং বন্ধাবৰ্ত্ত হইতে ব্ৰহ্মধিদেশ যে তাঁহাদিগের নিকট নুনিকল্প ছিল, তাহা এই শোকেই পূমাণ দিতেছে। কিন্তু বংশবৃদ্ধির অনুরোধে তাহারা আরো অগ্রসর হইয়া মধ্যদেশ অর্থাৎ উত্তরে বিমাচল, দক্ষিণে বিন্ধ্যাচল, পূর্বে প্রয়াগ এবং পশ্চিমে বিনশন অর্থাৎ যে প্রদেশে সরস্বতী অন্তৰ্দ্ধান হইয়াছেন, এই চতুঃসীমাবদ্ধ সুপরিসর ভারতখণ্ডে অধিবসতি করিয়াছিলেন। পরিশেষে পদাবনবৎ বৃদ্ধিযুক্ত আৰ্য্যবংশের ইহাতেও স্থান সংকুলান না হওয়াতে পূর্ব এবং পশ্চিম-সমুদ্রের এবং হিমালয়-বিন্ধ্যের মধ্যবৰ্ত্তী সমুদায় দেশকে তাহার। আর্য্যাবৰ্ত্ত নামে খ্যাত করিয়াছিলেন। यथॊ मनूः,--- "আসমুদ্রান্তু বৈ পূর্বাদাসমুদ্রান্তু পশ্চিমাৎ। তয়োরেবান্তরংগির্য্যোরার্য্যবৰ্ত্তং বিদুৰ্ব,ধা:৷” • মহাভারতীয় সভাপর্বে এবং অশ্বমেধপর্বে পাওব-দিগ্রবিজয়ে দ্রষ্টব্য। अनणांण-अंशंक्लौ কত তীর্থ প্রকটন, করিলেন মুনিগণ, দেব-দেবীগণের প্রবেশ। ক্রমে যত খর রবি, ধরা ধরে অন্য ছবি, সেইরূপ সমাজের গতি । জাগে হিংসা অপকৰ্ম্ম, অহিংসা পরম-ধৰ্ম্ম, প্রকাশিলা গৌতম সুমতি। হ’ল কতকাল গত, এই দেশে সমাগত, তথাগত * মত নিরমল । হিংসাধৰ্ম্মে ঘোর বৈর, হেথায় ভূপতি ঐর, † রাজ্য করে বল দশবল ৷ ] হেথা সেই ধৰ্ম্মাশোক, নিস্তার কলির লোক, ধৰ্ম্ম-উপদেশ করি দান । অদ্যাপি ধবলাচলে, ++ স্পষ্টাক্ষরে প্রতিপলে, পরিচয় দিতেছে পাষাণ । পিতা মাতা প্রতি ভক্তি, বনিতায় প্রেমাসক্তি, সুতে সুেহ, কুটুম্বে আদর। ভ্রাতৃভাব সর্বনরে, সমভাব ঘরে পরে, বর্মীয়ানে শুদ্ধ। নিরন্তর। দয়া সৰ্ব্ব-জীব পৃতি, শাস্তিরসে মুগ্ধ মতি, অবিরত জ্ঞানের সন্ধান । শাক শস্য অনু সুধা, নিবারণ করে ক্ষুধা, বিমল সলিল-মাত্র পান ।

  • বৃদ্ধ ।

+ খণ্ড-গিরিতে এই রাজার নাম ক্ষোদিত আছে । ২২০০ বৎসরাধিক হইল, সম্ভবত: ইনি উৎকলের একাংশের রাজা ছিলেন । বুদ্ধ । ++ মৃত মহাত্মা জেমৃ পিন্সেপ ভুবনেশ্বরের অদূরবর্তী ধোলা অর্থাৎ ধবলা পৰ্ব্বতে অশোক সম্রাটের নীতিগর্ভ এই সকল আদেশলিপি সর্বাগে পাঠ করেন । আদেশগুলি পালি ভাষায় বিরচিত, ভারতবর্ষের নানা প্রদেশে এধং সিন্ধমদের পরপারে য়ুসফজৈ দেশস্থিত কর্পরাজিতে উক্ত আদেশাবলী আবিষ্কৃত হইয়াছে । বাঁহগাভরে তত্তাবৎ এ স্থলে উদ্ধত হইল না ।