পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2Գe cग बश्रतं शशिबांगैीश, जूलाज यनक्र उँौग, • বড় দেউলের প্রতিষ্ঠাতা । কটকেতে পরিপাটী, কিবা দুর্গ বারোবট, এবে শুধু মনস্তাপদাতা । হায় রে ইংরাজরাজ, করিলি গহিত কাজ, তোরা নাকি কীৰ্ত্তির প্রহরী ? তবে কেন করি চর, সেই বারোবাটী পুর, + হিন্দুর গরিম নিলে হরি ?

  • যাজপুরে ইহার প্রথম রাজধানী ছিল, ইহার সময়ে বহুসংখ্যক দেবালয়, সেতু, সরোবর, কুপ এবং ঘাট পভতি নিৰ্ম্মিত হয় । ইনি ৪৬০ শাসন অর্থাৎ বাহ্মণবসতি স্থাপন করেন। ইহার আদেশেই জগনুীথের মন্দির ৪০ লক্ষ টাকা ব্যয়ে পরমহংস বাজপেয়ী কর্তৃক নিৰ্ম্মিত হয়, উক্ত মন্দিরবৎ দেবালয় এক্ষণকার কালে নিৰ্ম্মাণ করিতে হইলে ২৩ কোটি টাকাতেও সংকুলান হয় না। খৃ: ১১৯৬ শকে এই মন্দির নির্মাণ-কাৰ্য্য শেষ হয় । ই হার আদেশে দামোদর পণ্ডিত এবং ঈশ্বর পটনায়ক কর্তৃক উত্তরে হুগলী হইতে দক্ষিণে গোদ।বরী পর্য্যন্ত এবং পশ্চিমে সোনাপুর হইতে পূর্বসমুদ্রের বেলকুল পর্য্যন্ত সমুদয় অধিকারস্থ ভূমির পরিমাণ হয়। সমুদয় ভূমির সমষ্টি ৪৭,৪৮,০০০ বাটী। ২৪,৩০,০০০ বাটীর উৎপন্ন রাজার স্বকীয় ব্যয়ে এবং ২৩,১৮,০০০ বাটীর উৎপন্ন প্রধান রাজপুরুষ সৈন্য-সামন্ত প্রভৃতির ব্যয়ে পৰ্য্যবশেষিত হইত। বাকী ১৪,৮০,০০০ বাটী নদী, পৰ্ব্বত, জঙ্গল প্রভূতি পতিত ভূমিতে পরিণত ।

+ বারোবাটী দুর্গের প্রাকার পরিখাদির প্রস্তর লইয়৷ অধুনা কটক নগরের রাজপথ এবং পূণালীপুঞ্জ তথা লসপইন্টের আলোকগৃহ নিক্ষিত হইয়াছে; পুরাতন কটক অর্থাৎ চৌম্বারের অন্তর্গত কপালেশূর নামক দুর্গের পুস্তর লইয়া বিরূপার আনীকটু অর্থাৎ প্রবাহরোধক বঁধে পুস্তত হইয়াছে। বলিতে অন্ত:করণে লজ্জা এবং পরিতাপ আসিয়া উদিত হয়, এই দুর্গ তাঙ্গিয়া প্রস্তর-প্ৰদানার্থে আমার প্রতি ভারাপিত হইয়াছিল। ब्रजलांल-6इांबलौ র্তার পৌত্র গুণাকর, नङ्गनिर्श नब्रवब्र, কোণার্ক তীর্থের প্রতিষ্ঠাতা। শিবাই সাম্রার কাজ, বিশূকর্শ্বে দেয় লাজ, এবে সব নষ্ট হ৷ বিধাতা । নেত্র বাসুদেব নাম, ছিল রাজা গুণগ্ৰাম, চারিশ পচিশ বর্ষ গত । অপুত্রক নরপতি, সতত বিষণু মতি, রাজকার্য্যে উৎসাহ-বিহত । এক দিন শ্ৰীমন্দিরে, দেব-দর্শনান্তে ফিরে, যাইবার সময় রাজনৃ । দেখিলেন মতিমান, অতিশয় রূপবান, যুব এক করিছে ভ্ৰমণ। রাজপুত, সৰ্ব্বসুলক্ষণযুত, বিভূষিত বহু গুণ জ্ঞানে । মিষ্টীলাপে তুষ্ট হয়ে, রাজা তীরে সঙ্গে লয়ে, রাখিলেন নিজ সনিধানে । স্বপনেতে প্রত্যাদেশ, পাইলেন উৎকলেশ, পুত্ররূপে করিতে গ্রহণ। কপিলেন্দ্র দেব নাম, অসীম যশের ধাম, যৌবরাজ্যে পাইলা বরণ । ইতি গুস্থ-সূচনা নামক প্রথম সগ । கா, দ্বিতীয় সর্গ সূৰ্য্যবংশী নেত্র-বাসুদেব অস্তে কপিলেন্দ্ররাজ ! e উৎকলের সিংহাসনে করিলা বিরাজ । সহস্র সমর-জয়ী বিক্রমে কেশরী। বিস্তারিল নিজ রাজ্য বহু রাজ্য হরি । • মাদল পারি নামক প্রসিদ্ধ পুরাতন গ্ৰন্থমতে কপিলেস্ত্রদেব গোপজাতীয় ছিলেন। একদ। গোচারণসময়ে গোষ্ঠে নিদ্রা যাইতেছিলেন। এমন সময় এক সৰ্প আসিয় তাহার ফণা বিস্তারপূর্বক সূৰ্য্যরশ্মি হইতে তাঁহাকে রক্ষা করিতেছিল, নেত্রৰাসুদেব এই অলৌকিক শুভ শকুনকে দেখিয়৷ উক্ত গোপনন্দনকে যৌবরাজ্যে বরণ করেন।