পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԳ5 ब्रजणांन-अंशंदलौ কিছুক্ষণ পরে তারা পড়ে ঝাপ দিয়ে। পুরিয়ারে অনুেষিছে জল-মধ্যে গিয়ে। তাঁর পরিবৰ্ত্তে তারা শ্যামলে ধরিয়া । কণঠ আকর্ষণে ক্ষণে ফেলিল মারিয়া । তরঙ্গে ভাসিয়া গেল তার কলেবর । তীরে উঠে ভাইগণ আনন্দ-অন্তর । উঠিয়া নিরখে তার চক্ৰতীর্থ • মূলে ! দাড়ায়ে পুরুষোত্তম আছে বেলাকুলে। দেখা মাত্র সকলের শুকাইল মুখ। স্তম্ভিতের মত চায় শোকে দহে বুক । ইতিকৰ্ত্তব্যতা-হত ধৃত চেীর প্রায়। মনে ভয় কেহ যদি জানায় রাজায় । নিস্তার কোথায় তার দোষী যেই জন ? অনুতাপ হতাশনে দগ্ধ হয় মন। হৃদয়স্থ আত্মদেব দেন শাস্তি ঘোর । কিবা দিবা বিভাবরী ভীত যেন চোর । অনুক্ষণ ভাবে হায় কি করিনু আমি। ভুলেছিনু হৃদয়ে রাজিত অন্তৰ্য্যামি। অগণিত বৃথা ভয়ে তনু হয় ক্ষীণ । পাণ্ডুর বদনভাগ-যেন প্রাণহীন। লোকনে অক্ষম সেই প্রভাতের শোভা । পূর্বভাগে স্মিত যবে উষা মনোলোভা । পৃকৃতি বিকৃতরূপ তাহার নিকটে । তার তরে বৃথা ভানু দিবস প্রকটে। সরোবরে বৃথা ফুটে কমল কহ্লার । উপবনে বৃথা ছুটে সুরভি-সন্তার। তার তরে বিফলে বিহঙ্গ গান করে । विषटल नांद्रम-**ी थशृउ बिउटन । সদা যেন তিমিরে আচছনু দিক্‌ দশ । হলাহল সম বোধ হয় সুধারস। লোকালাপে ভুলিবারে প্রাণের বেদন । निरन छनशृंचं बांटन वांग्र ८गई छन । বিফল সে সব চেষ্টা, বিতর্ক অস্তরে । নয়ন-ভঙ্গীতে লোক ইঙ্গিত কি করে ? • পুরীর বেলাকূলবর্তী মধুর সলিলযুক্ত কুপবিশেষের নাম । , দিবসে এরূপ অঙ্কিদেবের ঘাতন | রজনীতে আরো বাড়ে মনের যাতন। এইরূপ অনুতপ্ত রাজপুত্ৰগণ। কি হইবে কোথা যাবে চিন্তা অনুক্ষণ। নির্জনেতে যুক্তি স্থির করি পরিশেষে। সংগোপনে পলাইল পশ্চিম-প্রদেশে। কপিলেন্দ্রদেব শুনি এই সমাচার। মোহ-মুগ্ধ হয়ে পড়ে করি হাহাকার। দশরথ-প্রায় রাজা পেয়ে পুত্ৰশোক । কিছু দিন অস্তরেতে প্রাপ্ত পরলোক। • শ্রীপুরুষোত্তদেবে তবে মন্ত্ৰিগণে । অভিষিক্ত করে গজপতি-সিংহাসনে । রামরাজা-প্রায় রায় স্বরাজ শাসনে। দুষ্টের দলনে আর শিষ্টের পালনে। প্রখর-প্রতাপ অতি ধীমান শ্ৰীমান। কণের সমান দানে যশের নিধান । শূরবীর পণ্ডিত-মণ্ডিত মহারাজ। বিক্রম-আদিত্য সম শোভিত সমাজ । জঙ্গলীয় রাজগণ কিঙ্কর সমান । কেহ ধরে পানদান, কেহ পিকূদান । কেহ শিরে ধরে ছত্র, কেহ মেীরছল । কেহ মুখ-আগে ধরে দর্পণ বিমল। তার প্রতি যেই দেশ করিলা অর্পণ । অদ্যাপি বিখ্যাত নাম আছিয়ে দর্পণ ।। অদ্যাপি পুরুষোত্তমপুর বর্তমান। কিন্তু সিংহপুর পরে হল মুসলমান। • কপিলেফ্রদেবের শেষাবস্থায় মুসলমানের দক্ষিণ হইতে প্রথমে উৎকলদেশক্রমণকরণে অৰ্গসর হয়। মুসলমানদিগের সহিত শেষসমরে পরুষোত্তমদেব কপিলেকদেবের সমভিব্যাহারে গমন করিয়া সবিশেষ বীরত্ব প্রকাশ করেন, কিন্তু এই শেষ সমরে কপিলেফ্রদেব কৃষ্ণানদীতীরে পরলোক প্রাপ্ত হন। সেই স্থানেই মন্ত্রিবর্গ পুরুষোত্তম দেৰকে রাজপদাভিষিক্ত করেন । ,