পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঞ্চীকাবেরী সেইরূপ গড়পদ - ভূঞাঁর কুমার। , অর্থ লোভে করে বন্ধ ধৰ্ম্ম পরিহার। হেনমতে কত শত কীত্তির আধান । কেবল কলেতে কালী কলঙ্কী সমান। কিন্তু রাজলক্ষী যারে করেন বরণ। কি ছাঁর পদার্থ তার কুলের গঞ্জন ? রাজ-রাজচক্রবর্তী কুণ্ড গোলকাদি। পাণ্ডু আর যুধিষ্ঠিরে কে বা প্রতিবাদী ? • রাজা পুরুষোত্তমদেব পোতেশ্বর নামক এক ব্ৰাহ্মণকে ১৪০৮ বাট অর্থাৎ ২৮১৬০ উৎকলদেশে প্রচলিত বিধা ভূমি সূৰ্য্যগ্ৰহণকালে গঙ্গাগর্তে দান করেন। তামপটে ক্ষোদিত উক্ত দানপত্র অদ্যপি বৰ্ত্তমান আছে। উক্ত পোতেশ্বরের বংশধর সর্বেশুর ভট্টকে ময়ূরভঞ্জের রাজা দূরীভূত করিয়া দিয়া সেইব্রাহ্মণশাসনস্বরাজ্যের গামিল করিয়া লন। সৰ্বেশুর মুর্শিদাবাদের নবাবের নিকট আৰ্ত্তনাদ করাতে নবাব ময়ূরভঞ্জের রাজাকে যুদ্ধে পরাস্ত করেন,---কিন্তু সৰ্বেশুরের প্রতি যুদ্ধের ব্যয় পরিশোধ করিতে আজ্ঞা দেন ; সর্বেশুর বিষয়চু্যত বিধায় সেই ব্যয়দানে অক্ষম হইলেও নবাব তাহার আৰ্দ্দাসে প্রতিপাত করিলেন না। অগত্য দরিদ্র ব্ৰাহ্মণ আগ্রায় গমন করিয়া দিল্লীশুরের উপাসনা করিতে লাগিলেন। দিল্লীশুর ঔরংজেব অত্যন্ত হিন্দুধৰ্ম্মদ্রোহী ছিলেন ; তিনি একদা সর্বেশুরকে কৌতুকচছলে কহিলেন, “যদি তুমি হিন্দুধৰ্ম্ম ত্যাগ করিয়া মুসলমান হও, তবে তোমার বিষয় তোমাকে দিতে পারি।" সর্বেশুর বীর বার ইহাতে অসম্মত হইলেন, কিন্তু পরিশেষে নিরুপায় হইয়া মহম্মদীয় ধর্মগ্রহণ করিয়া প্রত্যপণের আদেশ আনিয়া ভূমিসম্পত্তিতে পুনরধিকার প্রাপ্ত হইলেন। অদ্যপি পোতেপুর ভটের বংশীয়ের গড়পদার ভূঞা নামে বিখ্যাত আছেন, মুসলমানদিগের সহিত করণকারণ সম্বন্ধে রূপান্তর প্রাপ্ত হইয়াছেন, কিন্তু অদ্যপি তাহাদিগের বাটীতে দেবালয় সকল এবং হোমকুণ্ড প্রভূতি বৰ্ত্তমান আছে। গড়পদার আদি নাম পুরুষোত্তমপুর শাসন দর্পণগড়েও এইরূপ এক পুরুষোত্তমপুর আছে। »ፃ¢ ভোজরাজ, মদ্ররাজ, ক্রপদ নৃপতি। পাণ্ডবে কুটুম্ব করি চরিতার্থ অতি ৷ সেইরূপ উৎকলের অধিপতি পৃতি। কন্যাদানে অগ্রসর কত মহীপতি। ইতি কথারম্ভ নাম দ্বিতীয় সর্গ। তৃতীয় সর্গ পদ্মাৱতী কিবা অপরূপ, পদ্মাবতী-রূপ, অলপবয়সী বালা । কেতকী কুসুম, কেশর কুকুম, লাবণ্য ফুলের ডাল ৷ নীল নিভাকর, কাজলে উজল ভাতি । অলি শোভাকরে, রবহীন মদে মাতি । পলকে পলকে, मोनैिौ नजहरु, চমকে যুবক-পাণ। কামের কামান, यूशंज जूझन्न छैन । অধরোষ্ঠ কিবা, নয়ন সুন্দর, যেন ইন্দাবরে, আকৰ্ণ সন্ধান, প্রবালের ডিবা, দশন মুকুতাধার। मृगू गृनु शरण, দর পরকাশে, কি শোভা করে সঞ্চার । নাসিকার কোলে, গজমতি দোলে, उिजळूरल श्गिकभी । পুলম্বিত বেণী, নাগিনীর শ্ৰেণী, উভে কি বিস্তার ফণী । প্রতিভার খনি, চন্দ্রসূৰ্য্য মণি, e সীমস্ত শ্ৰীমন্ত করে। শোভে কণমূল, দোলে কি আনন্দভরে । পাটলী কি রসে, কপোলে বিকলে, কপাল কি অধি ইলু। রতু কর্ণফুল, • শিরোজুদ্রণবিশেষ, ইহা কণাটদেশে প্রসিদ্ধা