পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঞ্চীকাবেরী لاسلالا ডাহিনে ঘামেতে শিবা করয়ে প্রস্থান । চারিদিকে সুলক্ষণ হয় দৃশ্যমান। ক্ষণে ক্ষণে উল্লসিত গোয়ালার মেয়ে । সেদিন বাড়িল রূপ তার দিন চেয়ে । একে ত রূপের খনি বয়সে তরুণী । অরুন্ধতী আইল কি ত্যজি সপ্তমুনি ? শীতল অনল প্রায় লাবণ্যের ছটা । ধয়াঁকারে শোভা নীল চিকুরের ঘট । খঞ্জন গঞ্জম নেৈেত্র অঞ্জন রঞ্জন | ইন্দীবর নীলিমার গেীরব-ভঞ্জন । দর হাসি মুখে যেন প্রফুল্ল বঁধুলী । কপোলের আভা কিবা লোহিত গোধূলি । নাসিকায় ফুলগুণ * কর্ণে মল্লি-কলি। { ভালে চিতা ! যেন ফুল্ল কমলেতে অলি। করেতে কনক-চুড়ী কণেঠ কঠিমালা । অঙ্গুলী অঙ্গুরী আর পদে গোড়বালা । H কালমেঘী সাড়ী পরা পবনে চঞ্চল । বাসকাধে পলম্বিত বিচিত্র অঞ্চল। রঙ্গ পাটফুলে tী কিবা বেণী বিজড়িত। তাহে এক চাপা যেন জলদে তড়িত । আলতীয় রাঙ্গা পদে অধিক জমকৃ। মত্ত মাতঙ্গের মত গতির থমক্ । দাড়িম্বের বীজ দন্ত মন্দ মন্দ হাস । আরক্ত অধরে পণরসের উচছ সি । কি মধুর বাণী যেন কোকিল কুহরে। অমৃতের বৃষ্টি হয় শুবৰ্ণ-কুহরে। পসরা লইয়া পথে করিয়া প্ৰবেশ। দেখে দুই অশুীরোহী রাজপুত বেশ । নীরদ শ্যামল এক দ্বিতীয় ধবল । কৃষ্ণবর্ণ শ্বেতবর্ণ তুরঙ্গযুগল। • উৎকলীয় নাসা-ভূষণবিশেষ । + কর্ণ-ভূষণবিশেষ ।

  1. উলুকী।

++ পদভূষণ বিশেষ । tt উর্ণালিস্মিত কুসুমকলিত সূত্র ইহার দ্বারা কবরীবন্ধন হয় । দিব্য দুই মুক্তি হেরি ভাবে মনে মনে । লক্ষীমস্ত পথিক মিলিল শুভক্ষণে । মুখেলু রঞ্জিত মৃদু মন্দ মন্দ হাসে। পসরা লইয়া গোপী চলিলেক পাশে । ধীরে ধীরে অগ্রসর হইল যুবতী । বঙ্কিম আপদ-ভঙ্গী আধোদিকে গতি । মস্তক হইতে ত্বর নামায়ে পসরা । ললাটে অঞ্চল টানি দিল মনোহর । মাণিকার রূপ হেরি রাজপুত্রদ্বয়। মনে করে দ্বাপরের ভাব রসময় । এই কি সে বৃষভানু-নন্দিনী রাধিক ? প্তেমগুরু মাধবের প্রণয়-সাধিক ? কষ্ণ রাজপুত দেখি মাণিকা মোহিত। অপরূপ রূপে হ'লো চকিত রহিত । নবীন কিশোর কৃষ্ণ কন্দপ মূৰ্ব্বতি । গোলক পুলকদাতা কমলার পতি। মনে ভাবে এ পুরুষ অতি সুকুমার । না জানি হইবে কোন রাজার কুমার। এ নব বয়সে কেন প্রবাসেতে ফেরে ? কেমনে ইহার মাতা ছেড়ে দিল এরে ? দেখিয়াছি তাশোয়ার অনেক অনেক । হেন অশারোহী কভু দেখিনি জনেক । কাল। ধলা ঘোড়া কালা ধলা তাশোয়ার । মৰ্ত্ত্যে কি আইলা দুই অশ্বিনীকুমার ? গৌর গৌরবের চোর এ কৃষ্ণবরণ। পুরুষজাতির এই শ্ৰেষ্ঠ আভরণ । আকারেতে বোধ হয় বড় ধনবান্ন। সমরে সমর্থ অতি বীর বলীয়ান । যুদ্ধ করিবারে যেন এই বীরবেশে । দুইজনে ত্বরাত্বরি যান কোন দেশে। নিরখিবামাত্র কেন এত উচাটন । করিল কি মম মন কটাক্ষে হরণ ? দূরস্ত সিপাহিগণ কভু শান্ত নয়। সত্য কি ইহারা দধি করিবেক কয় ? কড়ি নাহি দেয় পাছে ভোজন করিয়ে । যে হোকু ছেরিব রূপ নয়ন ভরিয়ে। বীরযুগ-মুখ চাহি যুড়ি দুই পাণি । দর হাসে বিনাইয়া কহিতেছে বাণী ।