পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গলাল-গ্রন্থাবলী والميلا

  • गंगल शबन बर्न रीज़ मूहेखन । শ মিল ধবল দুই অশে আরোহণ। তানার পসরা হতে দধি-দুগ্ধ খেয়ে। কড়ি নাহি দিয়ে চলি গেল দুই ভেয়ে। কড়ি পাইবারে কত করিনু আঙ্গুটী। শেষে বাধা দিয়ে গেল একটি আঙ্গুটী। কহিল, সামন্ত সৈন্য আসিতেছে পিছে। সঙ্গে সঙ্গে এক জন রাউৎ আসিতেছে। তাহার নিকটে অঙ্গুরীটি দেখাইও । যে কিছু তোমার মূল্য সব বুঝে নিও। তার এক কথা শুন সাবধান হয়ে । কহিবে দুভাই গেল কর্ণাট-বিজয়ে।” এত বলি গোপাঙ্গনা বস্ত্র গ্ৰন্থি খোলে। নামিলেন রাজা তথা ত্যজি চতুৰ্দ্দলে। মুদ্রিক অঞ্চল হ’তে করিতে বাহির । জলিতে লাগিল যেন দ্বিতীয় মিহির । নিরখিয়ে নৃপতির চিত্ত চমকিত। ছটায় ছাইল অীখি, চকিত স্থগিত । অষ্ট-রত্বে বিজড়িত যুক্ত সুলক্ষণে । ভাবে হেন অঙ্গুরীয় দেখিনি নয়নে। অঙ্গুরী লইয়ে করে কন নৃপমণি। “তোর চেয়ে ভাগ্যবতী কে আছে রমণী ? যাহাঁদের শ্রীচরণ সেবেন কমল । চঞ্চল। পুকৃতি ত্যজি হ’লেন অচল । যাহাঁদের ইচছাক্রমে দেবতার তরে । লবণ-সাগরোদরে অমৃত সঞ্চরে। যাহাদের অধিবাস অসীম উদধি । সেই দুই ভাই তোর ভুঞ্জিলেন দধি।” তাহা শুনি উতরোল হ'ল সৈন্যগণ । মাণিকার চরণে প্ৰণত সৰ্ব্বজন । নৃপ কন, “আমার পুণ্যের নাহি ওর। বছ ভাগ্যে পাইলাম দরশন তোঁর । লক্ষ্মী সরস্বতী কিবা হবে রাধারাণী কলিকালে অবতীর্ণ তুমি উপেন্দ্রাণী। কি ইচছ৷ তোমার দেবি কর অনুমতি। কিসে বা পগনু তুমি হবে মম প্রতি ?” - এরূপে করেন রাজা বিহিত সন্মান ।

কনক বরধি শিরে করাইল সুনি । মাণিক কহিল, "দেব, মাগিব কি আর ? কৃষ্ণ রাউতের পদে মানস আমার । অন্য ধনে আমার বাসনা কিছু নাই। এই কর আস্তে যেন সে চরণ পাই । আর সেই কৃষ্ণ রাউতের প্রতি কাম । এই স্থানে বসাইয়ে দেহ এক গ্রাম।” রাজ। কন, “যে ইচছা তোমার ভাগ্যবতি । সীমা নিৰ্দ্ধারণ তরে কর তুমি গতি। যতদর বেঢ়ি ভূমি করিবে গমন । ততদর ভূমি অhম করিব অপর্ণ। মাণিকপত্তন বলি হবে তার নাম । অনুদিন তব বংশে রবে এই গ্ৰাম । রাজস্ব-বিরহে তুমি কর অধিকার ।” এত বলি করিলেন বহু পুরস্কার। অদ্যাপিও সেই গ্রাম আছে বিদ্যমান। মাণিকপত্তন নাম যশের নিধান । ইতি মাণিক-গোপালিনী নাম চতুর্থ সৰ্গ । পঞ্চম সগ காமக)யற যুদ্ধ-যাত্রা । চলিলেন নৃপ সুখে, বিবরিত ভাট-মুখে, নদ নদী শেখর নগর । চিল্কা হইল পার, মাঝে মাঝে অবতার, নীলমণি অভিাত সাগর। দেখা যায় কতদর, ব্ৰহ্মপুর ইচছাপুর, ঋষিকুল্য নদী বংশীধারা। ठौककॉर्जी • शौनिशन, जउँौत्व कझालैौ-श्वांन, যথা জয়দুর্গারূপ তারা। দেখ, দেখ, মহাকায়, আগে আই দেখা যায়, কলিঙ্গ-পত্তল হে নরেশ ।

  • শাকাকোল ;–কালে কালে স্থানাদির নাম কি রূপান্তর হইয়া যায় ? এই স্থলে দীক্ষায়ণীল কঙ্কালী পতিত হইয়াছিল, এমন প্ৰবাদ। :