পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গন্ধীকাবেরী পূর্বে নরপতিগণ, হেথা থাকি সুশাসন, করিতেন এ কলিঙ্গ দেশ । হের্থ হ'তে বৈশ্যগণ, করি তরী আরোহণ, যবদ্বীপে * করিয়া গমন । বসতি স্থাপন করে, হিন্দু যশোরতুকিরে, এই এক উজ্বজল রতন । অই দেখ হে ঠাকুর, বিমল-পত্তনপুর, আর বিশাখা-পত্তন ধাম | নানা স্থান অভিরাম, কত আর লব নাম, দুই দিকে শত শত গ্ৰাম।। হইলে গে অবতরি, গোদাবরী + নাম ধরি, দক্ষিণ দেশেতে সুরধুনী। মধুর সলিলযুতা, ব্ৰহ্মাচলে সমুদ্ভুত, পিতা তব শতানন্দ মুনি। পশ্চিম-পয়োধি তীরে, জনমি পৰ্ব্বত-শিরে, করিয়াছ পূর্বর্ণিবে গতি। যেখানেতে জনা তব, কি তার মহিমা কব, যত যত দেবের বসতি । এত উচচ গিরিকুট, জলদের দন্তস্ফুট, সেইখানে কদাচ না হয় । বিমল তুষার-ধার, দ্রব হয়ে অনিবার, 尊 তব চারু তনু নিরময়। কি কব তোমার বল, ভেদিয়া মহেন্দ্রাচল, আলিঙ্গন দেহ রতুাকরে । বেণ-গঙ্গা ইন্দ্রবর্তী, আদি কত সোতস্বতী, সংমিলিত তব কলেবরে । দুই তটে সুশোভন ! নিবিড় অরণ্যগণ, শাকক্রমে অপরূপ শোভা । • জীবা,--হিন্দুজাতিকে কূপমণ্ডুক বলিয়া ভিন দেশীয় লোকের গুনি করেন ; কিন্তু অকাট্য রূপে সপ্রমাণ হইয়াছে, জাবা প্রভৃতি দ্বীপে হিন্দুরাই । -উপনিবেশ স্থাপন করিয়াছিলেন । + দক্ষিণ দেশে গোদাবরীই গঙ্গা নামে প্রসিদ্ধ। তাঁহাকে “গান গঙ্গ” অর্থাৎ ছোট গঙ্গা কহে। গো শব্দে জল, দী শব্দে দায়িনী, বরী শব্দে প্রধানা, অর্থাৎ জলদায়িনীর মধ্যে শ্ৰেষ্ঠ৷ . . শীগুয়ান বা শেগুন বৃক্ষ । فسلالا পুণ্যভূমি-কটতটে, গোত্ররূপে কি প্রকটে, মরকতময়ী মনোলোভা । তব তটে গুণধাম, বন বিহরিলা রাম, পঞ্চবটী প্রসিদ্ধ কাননে । সঙ্গে সতী পতিবতা, জানকী কানকী লতা, নিরুপম এ তিন ভুবনে । সপণখা নিশাচরী, এসেছিল মায়া ধরি, লক্ষ্মণ করিল অপমান। ভগিনীর অপমানে, দশানন এইস্থানে, সীতা হরি করিল প্রস্থান। তব তীরে রঘুবীর, শোকে অবনত-শির, বিচেতন বনিতা-বিচেছদে । তোমার প্রবাহে কত, অশ্রদ্ধার অবিরত, বিসর্জন করিলেন খেদে ৷৷ তবোৎপত্তি-সন্নিধান, পবিত্র সুগন্ধা স্থান, সুবিখ্যাত নাসিক নগর | * সতীনাসা সেই ধামে, অচিচতা সুনন্দা-নামে, ভৈরব ত্র্যম্বক মহেশূর। আর বিষ্ণুচক্রঘাতে, দীক্ষায়ণী-গণ্ডপাতে, তব তীরে দেবী বিশুমাতা । বিশৃেশ ভৈরব তার, অন্য গণ্ড অবতার, রাকিণা দেবতা অভিজাত । কমলার নিবসতি, কত পুরী ধনবতী, তব দুই তটে শোভকরী। ধনে যশে গরীয়ান, নরসিংহপুরস্থান, আর রাজ-মাহেন্দ্রী নগরী । এই নরসিংহপুর, অধিপ বিজয় শূর, সিংহমধ্যে সিংহ যারে বলে । রাবণ রাজার ধাম, দ্বীপরতু লঙ্কা নাম, বিজয় বিজয় করে বলে । কিবা বীৰ্য্য অনুপম, দ্বিতীয় রাঘব সম, কলিতে কলিত গুণধাম । রাক্ষসের দপ চুর, जका नाम कब्रि मूब, সিংহল খুইলা তার নাম । • কেহ কেহ কহেন, সূৰ্পণখার নাসাচেছদ হওয়াতে এই স্থানের নাম নাসিক হইয়াছে ; কেহ ৰ কহেন, সতীর নাসা এই স্থানে পতিত হওয়াতে নাসিক নামের উৎপত্তি ।