পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঞ্চীকাবেরী خم =۹ অস্থির ঐহিক পৃপতি, স্বপনের সম রীতি, মিথ্যাময় কিছু সত্য নয়।” চলিলেন গজপতি, মানমদে মত্তমতি, কাঞ্চীপুর করিতে বিজয়। অগণিত সৈন্যভটা; যেন জলধর-ঘট, বহুদূর ব্যাপি গরজয় । সামন্ত-লিঙ্গরি নাম, সেনাপতি গুণধাম, পুতাপে মিহির বীরবর। পথে নরপতি কত, বিনা রণে অনুগত, লালবন্দি-রূপে দিল কর । যে করিল প্রতিরোধ, পাইল উচিত শোধ, অচিরাৎ পাইল সংহার। পরাভূত সৈন্যদল, সংযোগেতে বাড়ে বল, সেনাসিন্ধু হইল অপার। যথা ক্ষুদ্র ক্ষুদ্র নদী, সংমিলনে বিষ্ণুপদী, বরষায় বিষম বিস্তার। সাগর সঙ্গমস্থলে, হিল্লোলিত কোলাহলে, অগণিত তরঙ্গের হার । কাবেরী উত্তরপারে, ব্যুহ রচি দুর্গাকারে, গজপতি স্থাপিলা শিবির। বস্ত্রময় ঘরদ্ধার, যবনিক শোভাধার, So বস্ত্রময় বিচিত্র প্রাচীর। শৃঙখলিত কোনস্থলে, মদোৎকট হস্তিদলে, পরিখ। বেষ্টিত সেই স্থান । কোন স্থলে রাজি রাজি, সহস্ৰ সহ্য বাজী, মনোজব অতি বেগবান। কত নীল সিতাসিত, বিচিত্র লোহিত পীত, সুদৰ্শন শূীপঞ্চকল্যাণ । সৈন্ধব কাম্বোজ আর, চমৎকার চমৎকার, আরবীয় তুরঙ্গ প্রধান। সারি সারি ধনুৰ্দ্ধর, অগে আগে অগ্রসর, রণমদ-গবেব মত্তমতি । পত্তিগণ পদাচার, করিতেছে অনিবার, কন্তু ক্রত কতু মন্দগতি। কোন স্থানে শস্যভার, সজ্বজিত পর্বতাকার, ঘৃত আর তৈল সরোবর। উড়িষ্যার প্রিয় ভক্ষ্য, চিপিটক চেরি লক্ষ, খণ্ড খণ্ডগিরির সোসর। సి) পলাণ্ডু লণ্ডন আদা, পড়িয়াছে গাদ গাদা, চিল্কার শুষ্কৰ্মীনারাশি। সূপকার শত শত, ভোজ্য রান্ধে নানামত, मएल महल लुरg ६भना यांमि । শ্রত হয় কোন স্থানে, বাজে বাদা একতানে, আনদ্ধ, স্বশিব, তত, ঘন । বীণ বংশী ভেরী বাক, বাজিতেছে জয়চাক, যেন গরজিছে নবঘন । হেন বাদ্য সম্মোহন, भांउiग्न गूनिन्न शन, বীররস হয় মূৰ্ত্তিমান । অসিহেতি রণসাজে, খর তরবারি ভাঁজে, চক্‌ মক্‌ চপল সমান। কোথায় বিবিধ যান, সুসজ্বজিত শোভমান, দ্বৈপ আর পুবইণচয়। কম্বলে মণ্ডিত কত, শকট সহ্য শত, নিশান উড়িছে শূণ্যময়। পরিহিত বীরধটী, সারসনে বন্ধকটি, বারবাণে আবৃত শরীর। গলদেশে প্রতিমুক্ত, উরু কঙ্কটযুক্ত, শিরস্ত্রাণে সুশোভিত শির। শিরে বিধুরত্ব পরি, সমাগত বিভাবরী, শাস্তি-সহচরীর সহিত। সেনাগণ শয্যোপরে, শাস্তি কুস্তি পরিহরে, কলরব হইল রহিত । ইতি যুদ্ধযাত্র নাম পঞ্চম সৰ্গ । ংগ্রাম নিশানাথ অস্তাচলে সুপ্রভাত নিশি । নাথে পুন: পেয়ে হাস্যময়ী দশদিশি। ভানুকরে সুকুমারী কুমুদী মলিনী। মুচুকি মুচকি হাসে নাবোঢ়া নলিনী। শৈত্য-মান্দ্য সুরভি-ভরিত সমীরণ। কাবেরীর তীরে ধীরে করিছে ভ্ৰমণ।