পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পড়িয়াছে ডের ডাণ্ড যেখানে সেখানে । গীত বাদ্য মহোল্লাস সরিঙ্গের তানে । আসিয়াছে কত মল্ল কত লব নাম । মালসাট কত নাট করে অষ্ট যাম । বীরধটী কটতটে গায়ে রঙ্গরজ । ফুরতনু কিবা স্বাণু কিবা মত্ত গজ । স্থলপদ্যাকার অাখি ঈষৎ লোহিত । অরুণ উদয় কালে যেরূপ শোভিত । এক ভাগ লাল, অন্য ভাগ শুেতোজ্বজুল। শারদী উষার কিবা শোভা নিরমল । চটাপট পটপট বাছর আসেফাটে । কেঁপে উঠে বসুমতী পতনের চোটে । ঘুরায়ে মুগুর মারে বক্ষের উপর। দেখিলে ভীরুর হয় সভয় অন্তর । এইরূপ মল্ল সব আসিয়াছে সেজে । অাছে খাড়া, শির টেড়া, বিক্রমের তেজে । আসিয়াছে মল্ল-যোদ্ধা নিজ নিজ দলে । বন বন্থ ভাঁজে ভর ভীম ভূজবলে । ঘুরায়ে ছুড়িয়ে ফেলে অম্বর-উপরে। চকিতে লখিতে পুন লুফে লয় করে । আসিয়াছে শর-যোদ্ধা বিচিত্র সন্ধায়ী । হেন ভঙ্গী যেন অতি শৌর্য্য-রসপায়ী । সবে সব্যসাচী সম সন্ধানে নিপুণ । উভয় কন্ধরে পুলম্বিত দুই তূণ । নানারূপে বিরচিত শরের ফলক । কোন শরে যেন অৰ্দ্ধ-চন্দ্রের বালক । ८कtन भन्न-मूं ८षन जृष्ण-द्रशना । । গরলে মণ্ডিত, তনু বিষম ভীষণ । কোন শর-মুখ হয় ত্রিশূল-আকার। কোন শর ইন্দ্রের আয়ুধ-অবতার। মহিষ, বিষাণে বিনিৰ্ম্মিত ধনুচয়। গুণ দেয়া বহুগুণ ভিনু সাধ্য নয়। আসিয়াছে জাসিক, আসন তুরঙ্গমে। লক্ষ্যভ্রম কোন কালে নহে কোন ক্রমে । প্ৰমথেশ প্রমদ-পূজিত প্রহরণ। দিনকর-দু্যতি প্রায় অতি সুশোভল । যত খঙ্গী পূর্টে খুজে খঙ্গ চৰ্ম্ম চাল । অভেদ্য অচেছুদ্য সেই ৰিশ্ৰম করলে । কৰ্ম্মদেী S बीब्रवृन्न पॅफ़िाईल मिज निछ श्रrनं । অপূৰ্ব্ব হইল শোভা পরীক্ষা-সদনে । সেই স্থানে অন্যের গমনে বিধি নাই । প্ৰভু পাশে পণ্ডুগণ * প্রস্থিত সদাই । এমন সময়ে দুই রণ-বাদ্যকর। করে করি দুই তুরী হৈল অগ্ৰসৱ । ক্ষেত্ৰকৰ্ম্ম বিধানে সঙ্কেত করে তায় । অতি দূরে তুরীর নিনাদ ক্ৰত ধায় । কোলাহল কল্লোল হইল তাহে স্থির । শুনি শব্দ স্তব্ধপ্রায় সকল শরীর । হয়-চয় শুনে তাঁহ কণ করি খাড়া । আর কি স্থগিত থাকে পেলে পরে সাড়া । প্রথমত: মল্লযুদ্ধ পূদশিত হয়। মল্ল-ভূমে দুই বীর হইল উদয়। এক দিকে সাধু অন্য দিকে যোধামল । গরজিয়ে এলো যেন কেশরী-যুগল। মাল-ঝাপ ঠুকে তাল, আঁখি লাল, কি করাল মূত্তি । • মহাকায়, হরি প্রায়, যেন পায় সফুক্তি। চলে যায়, পদ যায়, বসুধায় কম্প । " কন্তু ধায়, ঠায় ঠায়, মেরে যায় ঝম্প । টিটুকার, চীৎকার, শীৎকার ক্রোধে। গৰ্ব গৰ্ব, কলেবর, পরস্পর রোধে। । জড়াজড়ি গড়াগড়ি পড়াপড়ি ক্ষেত্রে । লুটপুট দেয় ছুট কালকূট নেত্রে । মাতামাতি হাতাহাতি যেন হাতি-দ্বন্দু। করে জোর মহা শোর হয় বোর স্পন্দ । যথালক্ত, কি অরিক্ত, চলে রক্ত গণ্ডে । নাহি তঞ্চ, বেরি মঞ্চ, যুদ্ধে পঞ্চ দণ্ডে । নইরোপীয় নাটসমধের বীরপুরুদিগের সেবা-পরিচর্য্যায় যেরূপ ভদ্র সস্তানের বীর-বিহিত কাৰ্য্যাদির শিক্ষা করিতেন, ভারতবর্ষের রাঙ্গন্যকুলেও এইরূপ প্রথা ছিল। শিক্ষিতাবস্থায় দিয়াট সন্তানের পণ্ডু নামে বিখ্যাত হইতেম। :