পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ম্মদেৰী যেন মধুমাসে মন্দ মলয়-মারুতে । বিহসিত বন্ধুজীব বিনোদ তনুতে। সহস্য বায়ুর ভাব হইল ব্যত্যয়। আবার উত্তর থেকে শীত-বায়ু বয়। মুদিল মুকুল মুখ লাবণ্য যাইল। जलिऊ लजांश जॉल ब्रअ ७कईल । নিরখি সে ভাব সাধু অধর ধরিয়া । প্ৰবোধ প্ৰদান করে আদর করিয়া । “কেন কেন কেন পিয়ে, এমন হইল তব ভাব হে ? বীরবালা বীরে মালা দান করি অভাব কি ভাব হে ? সাধ্য কার সমরে আমার কেহ করে অপমান হে ? তব প্রসাদাৎ আমি সবে ভাবি কীটের সমান হে । তব হাস্যমুখ হেরি মম হৃদে কত তেজ বাড়ে হে । অনুপম মুখ পাই সব দুঃখ অঙ্গ-সঙ্গ ছাড়ে হে । তাই বলি পরিহার কর সব মন-মলিনতা হে | মীম চিত-সরোবরে যাহে হেলে দোলে পেমলতা হে । 속 তোমার বচন সুধা যত শ্ৰুতি-বিবরে প্রবেশে হে। ততই হৃদয়-দেশে মন নাচে মদমত্ত বেশে হে । কি ছাঁর সাহস করে ক্ষোভ দগ্ধ অরণ্যকমল হে ? অরণ্যকমলে সাধু ভাসে যথা স্বণ শতদল হে । স্বণ শতদল পতি ভাঙ্গিবে তাহার অহঙ্কার হে | মুখে বসি হে পেয়সি দেখিহ পতাপ কত কার হে।” এইরূপ প্ৰবোধ পদানি পেয়সিরে । মুখাম্বুজে চুম্বন করিয়া ধীরে ধীরে। শুন হে পথিকবর, এমন কি হবে ? শীপভ্রষ্ট হয়ে তাঁরা এসেছিল ভবে। এ অমুখভর ধরা বাসযোগ্য নয়। এই হেতু অলপকালে তারা গত হয়। কহিতে মিলন-কথা বাড়িল শবরী, আজিকার মত কথা হেথা সাঙ্গ করি । কল্য অবশেষ সব কহিব তোমারে । নিদ্রা আসি উপনীত হৈল নেত্রদ্ধারে । এত বলি সরিঙ্গের তান শুর্থ করে। অমৃতের শেষ ধারা শ্ৰবণে নিঃসরে। ইতি তৃতীয় সর্গ চতুর্থ সৰ্গ । দিব। অবসান হয়, নভোলোক তমোময়, ধূসরবরণ দিগঙ্গন । , স্থির নেত্রে দেখা যায়, শোভা পায় দ্বীপ প্রায়, T দই এক তারা খভূষণ ॥ " যেন নায়িকার আশে, প্রেমিকের হৃদাকার্শে, দুই এক ভরসার ভাতি। একৰার একবার, ভবিপথে অবতার, হয়ে পুন: নিভায় সে বাতী। পরে পিয়া আগমনে, দীপ্ত হয় সেইক্ষণে, আর তারে মলিন কে করে ? অস্ত ক্ষোভ দিনপতি, আশা তাঁর দীপ্তিমতী, সুখশশী উদয় অস্তরে।