পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ల్చి তরু-লতা, পাষাণ, প্রতিম। নীনামত। দৃশ্যমান এ জগতে পঞ্চীকৃত যত । উপাস্য না হয় তার উপাস্য ঈশুর। যিনি যেই সৰ্ব্বভূতে ব্যাপ্ত নিরস্তর। রাজপুত্র পূজে তারে দিনকর-করে। " প্রভাত পদোষে হেরে ভার-ভক্তি-ভরে । পূজা অন্তে পদ্মমুখী প্ৰণমিলা পদে । স্তব করে মৃদু-মধুস্বরে ধ্রুবপদে । _ (গীত) রাগ-ভৈরব । দিনকর, দয়া কর তমোহর, হর মম তাপ তমোনিকর । তুমি হে প্ৰভু সবিতা, জীব-শিব-পদায়িতা । সবমুখ-প্রেরয়িতা, পোষয়িত পরাৎপর । তরুণ-তরুণাশুয়, করুণা-বরুণালয়, দেহি যে করুণাময়, করুণা-বারি-শীকর । তুমি হে কাল-জনক, মুরতি তপ্ত কনক, সকল ক্ষণ-গণক, ত্বং হি ত্রিকাল ঈশূর। মনোমত পিয়বরে, পেয়েছি তোমার বরে, অরুন্তুদ আরিকরে, রক্ষ প্রভো প্রভাকর। স্তব অস্তে প্রমদ প্রণত পূর্বমুখে । চাহিতে দেখেন পতি দাঁড়ায়ে সম্মুখে। গললগুকুতবাস, মুখে মৃদু চারু হাস । ভক্তিরসে অপরূপ-রূপের প্রকাশ । নাথে হেরি বিনোদিনী কন ধীরে ধীরে । “কি আজ্ঞা আছে হে পিয় কহু এ দাসীরে।” এত যে পরুষ ভাব পুরুষের মন । দ্রবীভূত অভিভূত শুনিয়ে বচন । প্ৰেয়সীর কাছে সাধু লইতে বিদায়। জ্ঞাসা-মাত্ৰ বচন-বিকাশ বড় দায় । মনেরে ধৈরয-ডোরে বাধিয়ে যতনে । কহিতেছে কথা বীর অমিয় বর্ষণে । রঙ্গলাল-গ্রন্থাবলী “আইলাম বিধুমুখি, বিদায় লইতে তব কাছে হে । নিবেদন তব পতি । আমার আর কি বল আছে হে ? জয়াজয় রণে পণে নিশ্চয় কখন কিছু নয় হে। গৃহ-দোষে যদি পিয়ে হয় মম রণে পরাজয় হে । যদি আমি পুণে মরি, শুন সতি পিয়ে, পতিপ্রাণী হে । এই করে। প্ৰাণেশুরি কৃশোদরি সুশীলা-প্রধান। হে । হের দেখ হরিণাক্ষি, ঈশানে অচল শোভা পায় হে । তব ভ্রাতা মেঘরাজ স্বসেনায় আছেন তথায় হে । সমরাস্তে তথা গিয়া লবে পিয়ে তাহার শরণ হে । শক্রিহস্তে কোন মতে ন হইবে তোমার পতন হে ।। অনন্তর সাবিত্ৰী-শেখরে গতি করি পতিব্ৰতা হে। সুপবিত্র যতি-ধৰ্ম্ম ধারণ করিহ স্বর্ণলতা হে ৷৷ দেহত্যাগে পুনরায় মিলন হইবে সূৰ্য্যলোকে হে । আর না ভুগিতে কতু হইবে বিরহ ঘোর শোকে হে । নিরস্তর জুড়াইবে, জুড়াইব, প্রেমামৃত-পানে হে। ना श८व विउिनु उांब চিত্ত রবে সদ একতানে হে । নাহি তথা জন্ম জর জর জীল যন্ত্রণ জড়িমা হে । অন্তহীন যৌবনের অধিক অসীম মহিমা হে । নাহি তথা পাপ পঙ্ক, নাহি তথা ত্রিতাপ-তিমিৰু হে ।