পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిy* উদয়-অচলে দিনকর, হেরি হাস্যমুখী হয় কমলিনী । হাসিতে না প্রকাশিতে মুখ, মেঘরাশি আসি করিল মলিনী ।। কোথা লুকাইল দিনকর, হায় ! সরোজিলী বাচিবে কেমনে ? জীবনে জীবন আশা ছাড়ে সেই, তার মাত্র জীবন তপনে । তাই ভাই যাই সেই লোকে যথা মম হৃদয়ের ধন । আর মিছা পৃ বোধ কি কাজ হায় । বিহনে সে জীবন-জীবন । নন সাধু সামান্য মানুষ ভাই । শাপ-ভ্রষ্ট জনমিলা কাম । কিছু দিনা করি খেলা চলি গেলা নিজস্থান, যথাযোগ্য ধাম । ** এত বলি শারদ সরোজ-মুখী, অভিষিক্ত আশ্র-হিম-হারে । পতি-খর-কৃপাণ লইয়ে করে, স্বীয় বাম বাহুতে প্ৰহারে । ছিনু কর ভূষণ সহিত, সহোদর হস্তে করি সমপণ । কহে, "শুন শুন ভাই, কfরহ পালন মম চরম বচন । আমাদের কুল-কবিবরে, দি ও এই হস্ত রতনমণ্ডিত । সতীত্বের সঙ্গীত আখ্যানো ভাই, গান যেন দাসীর চরিত।” অনন্তর ভ্রাতারে কৃপাণ দিয়ে কহিতেছে বিনত বচন । “করবালে ছেদন দক্ষিণ বাহু, হেীক মম সুখেতে মরণ । এই হস্ত পাঠাও আমার । হৃদয়-নাথ-পিতার নিকটে । জানিবেন এই কথা তিনি ভাই, বধু তার স্বতযোগ্য বটে। পিতা-স্থানে দাসীর এ শেষ ভিক্ষা, সাধু সহ দহি কলেবর, রঙ্গলাল গ্রন্থাবলী ५्रं श्वiटन जङ्गगॊी चैनन झङ्गि, নাম দেন কৰ্ম্ম-সরোবর ।** বাণী-শেষে ধরাসনে বরানন, পতি-পাশে পতিতা হইলা । সেনা মাঝে উঠিল রোদন-ধবনি, সবে কহে, ধন্য পুণ্যশীল । দ্রবীভূত ক্ষত্রিয়-হৃদয় সব, যাহাঁদের ব্যবসা সমর । যাহাঁদের রুধিরে পুলক, বহে তাঁহাদের নয়ন-নিঝর । শোকস্বর উঠে, উভয় সেনায়, নিরাশ্বাস অরণ্যকমল । কৰ্ম্ম দেবী জীবন ত্যজিলা শুনি, হলো অতি হৃদয় বিকল । - শত শত আঘাত শরীরে, তবু তাহে কিছু না ভাবে যাতনা । কৰ্ম্ম দেবী-শোকে দহে প্ৰাণ, কোনমতে তার না মানে সাস্ত না । ভাবে আমি পাপী নরাধম, পতিপূর্ণ সতী-পূfণনাশ-হেতু । রতিপতি অনথের মূল, ধিক্ । ধিক্ রে ধিক্ রে মীনকেতু । এ রমণী-রতন-অযোগ্য আমি, বীরবর সাধু যোগ্য বর । এ প্তেম পঙ্কজ-বনে আমি দুরাচার, ছার দ্বিরদ-সোসার ।" হেথ মেঘরাজ মতিমানূ, fচতা সাজাইল মহা আড়ম্বরে । স্তুপে স্তুপে চন্দনের সার, চন্দনীর তীরে, শোভে স্তরে স্তরে । সর্জরস গুগগুলু প্রভূতি, নবনীত ধৃত শত শত ভার । পুণ্য-পয়স্বিনীর সলিল, বিধিমত যত, পুয়োজন আর । সাজাইল নেতের বসন চারু, ' রজতের পালঙ্ক সুন্দর। শোয়াইল তাঁহাতে যুগল তনু, পুণিগতে দৃশ্য মনোহর ।